নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১৩ জানুয়ারি) ব্যাপক পতনে শেষ হয়েছে লেনদেন। আর এই পতনের অগ্রণী ভূমিকায় রয়েছে মৌলভিত্তি সম্পন্ন (ব্লু চিপ) কোম্পানিগুলো। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮০ শতাংশ মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির দর কমেছে।
প্রাপ্ত তথ্যমতে, আজ ডিএসই-৩০ সূচকের ব্লু চিপ ৩০ কোম্পানির শেয়ার লেনদেন হয়। কোম্পানিগুলোর মধ্যে ৪টির বা ১৩ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৪ টির বা ৮০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ৭ শতাংশ কোম্পানির।
আজ মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি ৫.৫২ শতাংশ কমেছে লংকাবাংলা ফাইন্যান্সের, দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) ৪.৫৯ শতাংশ এবং তৃতীয় সর্বোচ্চ ৪.৩৫ শতাংশ কমেছে গ্রামীণফোনের।