নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের দুই পরিচালক ৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালক তপন চৌধুরী এবং স্যামুয়েল এস চৌধুরী ৩ লাখ করে মোট ৬ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই দুই পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৪৪ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫ হাজার ৭৪৪ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৫৯টি। এর মধ্যে ৩৪ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে।
এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ২৮ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ৮৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে “এ” ক্যাটাগরিতে অবস্থান করছে।