নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ২৮.৩০ শতাংশ কমে সাপ্তাহিক টপটেন লুজার বা দর পতনের শীর্ষে এসেছে নর্দার্ন জুট।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি সর্বশেষ ৪১৭ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৩ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এস এস স্টিল। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৭.৬০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট। সপ্তাহজুড়ে শেয়রটির সর্বচ্চ দর কমেছে ২৩ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ১৪ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।