বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: তথ্য প্রযুক্তির এই যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটার শিক্ষার ভূমিকা অতুলনীয়। কম্পিউটারের জ্ঞান ছাড়া এখন একদম ছোট পদেও চাকরি পাওয়া বেশ মুসকিল। আর কম্পিউটারের জ্ঞান সবচেয়ে ভালোভাবে আহরণ করা যায় বাসায় নিজের একটি পার্সনাল কম্পিউটার থাকার মাধ্যমে। অনেকেই কম্পিউটার কেনার কথা ভাবছেন।
যাদের সামর্থ্য রয়েছে তারা বিভিন্ন কম্পিউটার শপ থেকে নতুন ল্যাপটপ কিনছেন আবার যাদের বাজেট একটু কম তারা হয়ত পুরাতন ল্যাপটপ কিনার কথা ভাবছেন। তবে পুরাতন ল্যাপটপ কিনার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে।
১। কনফিগারেশন: কনফিগারেশনের কথা আসলেই আপনাকে সবার প্রথমে মাথায় আনতে হবে আপনি ঠিক কি কাজে ল্যাপটপ ব্যবহার করবেন। কারণ আপনার কাজের ধরনের উপরই নির্ভর করবে আপনার ল্যাপটপের কনফিগারেন। আপনি যদি ভিডিও ইডিটিং এর জন্য ল্যাপটপ কিনতে চান এবং আপনার ল্যাপটপের কনফিগারেশন যদি হয় ২জিবি র্যাতম ও ডোয়েল কোর প্রসেসর তাহলে নিশ্চয়ই সেটা কোন ভাবেই যৌক্তিক নয় ঠিক তেমনি শুধু অফিস সফটওয়্যার ব্যবহারের জন্য কোর ৭ প্রসেসর ও ১৬ জিবি র্যামের ল্যাপটপও অনেকটাই বিলাসিতা ছাড়া কিছুই নয়। তাই আপনার কাজের উপর নির্ভর করে ল্যাপটপের কনফিগারেশন বাছাই করুন।
২। কনডিশন: তারপর আপনাকে দেখতে হবে ল্যাপটপের কনডিশন। ল্যাপটপের কোথাও ভাঙা বা ফাটা অথবা ক্ষুদ রয়েছে কিনা।
৩। ডিসপ্লে: পুরাতন ল্যাপটপ কেনার আগে অবশ্যই সবচেয়ে ভালোভাবে লক্ষ করতে হবে ল্যাপটপের ডিসপ্লের দিকে। কারণ একটি ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তন করা খুবই ব্যয়বহুল ব্যপার, তাই খুব ভালোভাবে দেখে নিন ডিসপ্লেতে কোন সমস্যা রয়েছে কিনা।
৪। র্যাম ও প্রসেসর : ল্যাপটপের র্যাম ও প্রসেসর আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না। তাই ল্যাপটপ কিনার আগেই তা ভালোভাবে নির্ধারণ করে নিতে হবে।
৫। ব্যাটারি লাইফ: পুরাতন ল্যাপটপের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যাটারি। কারণ, ল্যাপটপ যত পুরাতন হবে ব্যাটারি লাইফ ততই কমতে থাকবে। তাই পুরাতন ল্যাপটপ কিনার আগে অবশ্যই ভালোভাবে ল্যাপটপের ব্যাটারি লাইফ দেখে নিন।