নিজস্ব প্রতিবেদক: কচুরিপানাকে মানুষের খাওয়ার উপযোগী করা যায় কিনা, একই সঙ্গে কাঁঠালকে আরো ছোট করা যায় কিনা, তা নিয়ে গবেষণা করার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, কচুরিপানাকে খাওয়ার উপযোগী করা যায় কি না, দেখেন। গরু তো খায়, গরু খেতে পারলে মানুষ কেন পারবে না। গবেষণা করে তাদের জন্য হলেও এর পুষ্টি বাড়ানো যায় কি না, তা দেখা যাক।
তিনি আরো বলেন, কাঁঠালের আকার অনেক বড় হওয়ায় প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কাঁঠালের আকারটা আরেকটু ছোট কীভাবে করা যায়, তা গবেষণা করতে পারেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে আরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলতে বলেছেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বলেন, এত প্রতিষ্ঠান কেন? ১৬ কোটি মানুষের দেশ এটা। আনুপাতিক হিসাব করলে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি, যে লেভেলে পশ্চিমারা আছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আরও বেশি প্রতিষ্ঠান গড়তে হবে।