নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, আহসানুল ইসলাম টিটু, মো. শফিকুর রহমান, আব্দুস সালাম মুর্শেদি, আব্দুল মমিন মন্ডলসহ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে সংবর্ধনা দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে সম্মানিত সদস্যদের উপস্থিতিতে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ডিবিএ’র সচিব মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। এ সময় অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করেন ডিবিএ’র পরিচালকরা। ডিবিএ’র প্রেসিডেন্ট শরিফ আনোয়ার হোসেন স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে যোগদানের জন্য অতিথীদের শুভেচ্ছা প্রদান করেন এবং অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য হিসেবে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সর্বদা তাদের সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। পুঁজিবাজার উন্নয়নে সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি ও বিভিন্ন কার্যকর উদ্যোগকে স্বাগত জানান তিনি। এছাড়া পুঁজিবাজারের অংশী হিসেবে সম্মানিত অতিথীরা তাদের স্ব স্ব জায়গা থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা অব্যহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে অতিথীরা তাদের বক্তব্যে ডিবিএ’র এ আয়োজনকে সাধুবাদ জানান। তারা বলেন, ডিবিএ ইতিমধ্যে পুঁজিবাজারের একটি সুপ্রতিষ্ঠিত, কার্যকর সংগঠন হিসেবে পরিচয় লাভ করেছে। পুঁজিবাজার উন্নয়নে ডিবিএ’র বহুমূখী কর্মকাণ্ডের তারা প্রশংসা করেন। তারা পুঁজিবাজারের যে কোন উন্নয়নের জন্যে ডিবিএ’র সাথে একযোগ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিবিএ’র সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক ও মো. শাকিল রিজভী এবং ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন প্রমূখ। অনুষ্ঠানে ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রিচার্ড ডি’ রোজারিও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।