ঢাকা, শুক্রবার, ৫ মার্চ ২০২১, ২১ ফাল্গুন ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/businessjournal.bd
সর্বশেষ সংবাদ
পুঁজিবাজার উন্নয়নে আসন্ন বাজেটে ডিএসইর ১১ প্রস্তাব ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার লেনদেন বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি আবারও পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় বিএমবিএ বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা লাক্সারি বাস বানাচ্ছে ইফাদ অটোস ইবনে সিনার পরিচালকের শেয়ার কেনার ঘোষণা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন চালু রোববার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

এনু-রূপনের ৫ সিন্দুকে ২৭ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার পুরান ঢাকার বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৩-এর একটি দল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান শুরু করে। ছয়তলা বাড়ির নিচতলায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযান শেষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল রাকিবুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ১৮ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যে অভিযান শুরু হয়েছিল তার অংশ হিসেবে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই বাড়িতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, নিচতলার ওই বাসায় কেউ থাকত না। বেশ সুরক্ষিত অবস্থায় রাখা ছিল সবকিছু। এনু-রুপনের দুই ডজন বাড়ির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা এ বাসার সন্ধান পাই।

অভিযান শেষে জব্দকৃত টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রার ফিরিস্তি তুলে ধরে র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল রাকিবুল হাসান বলেন, বাসাটি থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার, ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিঙ্গিত, ৫ হাজার ৩৫০ ইন্ডিয়ান রুপি, এক হাজার ১৯৫ চাইনিজ ইয়েন, ১১ হাজার ৫৬০ থাই বাথ ও ১০০ দিরহাম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আমরা এখন এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। এসব দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার থানায় হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা হবে।

এই জব্দকৃত টাকা-স্বর্ণালঙ্কার কীসের বা কোথা থেকে এল জানতে চাইলে র‌্যাব-৩-এর সিও বলেন, আমরা এটা তদন্ত করে বের করব। কোথা থেকে এসেছে, কার কাছে ছিল, গন্তব্য কোথায় ছিল তা ইনভেস্টিগেশন করে বের করা হবে।

তিনি আরও বলেন, আমরা যে বাসায় অপারেশন পরিচালনা করেছি, সেই ছয়তলা ভবনটি এনু-রুপনের বাড়ি। এর আগে তাদের আরেক বাসায় অভিযান পরিচালনা করা হয়েছিল।

ওই অভিযানের পরে কি এই মুদ্রা-স্বর্ণালঙ্কার এই বাসায় নিয়ে আসা হয়েছে-এমন প্রশ্নের উত্তরে রাকিবুল হাসান বলেন, সম্পূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই বাসায় অভিযান পরিচালেনা করেছি। আগের অভিযানের পরে কি এসব এই বাসায় আনা হয়েছে তা তদন্তসাপেক্ষ।

কতগুলো বাড়ির সন্ধান পাওয়া গেছে-জানতে চাইলেও তিনি বলেন, সেটা সময়সাপেক্ষ। পরবর্তীতে তা জানা যাবে।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালক এনু ছিলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর তার ভাই রুপন ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক। গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকার কয়েকটি ক্লাবের সঙ্গে ওয়ান্ডারার্সে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র‌্যাব।

গত ২৪ সেপ্টেম্বর গেণ্ডারিয়ায় প্রথমে এনু ও রুপনের বাড়িতে এবং পরে তাদের এক কর্মচারী ও তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুকভর্তি প্রায় ৫ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সিন্দুকে পাওয়া ওই টাকার উৎস ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো। টাকা রাখতে জায়গা বেশি লাগে বলে কিছু অংশ দিয়ে সোনা কিনে রাখতেন এনামুল।

চলতি বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের শুভাঢ্যায় একটি ভবন থেকে এক সহযোগীসহ গ্রেফতার হন এনু-রুপন দুই ভাই।

ওই ঘটনার পর মোট সাতটি মামলার করা হয়, যার মধ্যে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা এবং অর্থ পাচারের অভিযোগে চারটি মামলার তদন্ত করছে সিআইডি।

শেয়ারনিউজ; ২৫ ফেব্রুয়ারি ২০২০

এ বিভাগের অন্যান্য সংবাদ

সীমান্তে নো ক্রাইম নো ডেথ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নতুন অর্থনৈতিক শক্তি

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৬১৯

জিডিপি বাড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: এলজিআরডি মন্ত্রী

উপাচার্য কলিমউল্লাহর বক্তব্য অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: শিক্ষা মন্ত্রণালয়

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

আমি শিক্ষামন্ত্রীর ষড়যন্ত্রের শিকার: ভিসি কলিমুল্লাহ

এইচ টি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এইচ টি ইমাম আর নেই

টিকা নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার মানুষ

ধর্ষণের মামলা মনিটরিং করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

ভ্যাকসিন প্রদানে অস্ট্রেলিয়া থেকেও এগিয়ে বাংলাদেশ

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/31170/index.html
http://www.sharenews24.com
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • পুঁজিবাজার উন্নয়নে আসন্ন বাজেটে ডিএসইর ১১ প্রস্তাব
  • ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার লেনদেন
  • বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
  • আবারও পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় বিএমবিএ
  • বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
  • বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
  • সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা
  • লাক্সারি বাস বানাচ্ছে ইফাদ অটোস
  • ইবনে সিনার পরিচালকের শেয়ার কেনার ঘোষণা
  • প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন চালু রোববার
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution