নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এমন ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ২৬ মার্চ থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম জানান, এখনও অফিস আদেশ হয়নি। তবে এর আগেই আদেশ হবে বলে আমাকে জানিয়েছেন ট্রাফিক ডিরেক্টর। আজ থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।