ঢাকা, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?ref=share
সর্বশেষ সংবাদ
ডিএসই’র পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের বিদায় সংবর্ধনা বিদ্যুৎ উৎপাদনের ৬০ শতাংশই অব্যবহ্নত আরএকে সিরামিকসে উৎপাদন শুরু বেক্সিমকো লিমিটেডের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ ইন্সুরেন্স কোম্পানির সক্ষমতা বাড়ানো উচিত: বিএমবিএ সভাপতি পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ২ ৪৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা বীমা খাতকে বিশ্বাসযোগ্য স্থানে দাঁড় করাতে চাই: আইডিআরএ চেয়ারম্যান রোববার ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন রোববার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

করোনা মোকাবিলার যুদ্ধে ঘরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “করোনাভাইরাস মোকাবিলাও একটা যুদ্ধ, যে যুদ্ধে মানুষের দায়িত্ব ঘরে থাকা। আপনারা যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন।”

বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতি তুলে ধরে এই কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা। আমরা জনগণের সরকার। সবসময়ই আমরা জনগণের পাশে আছি। আমি নিজে সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখছি।”

তিনি বলেন, “প্রাণঘাতী করোনাভাইরাস জনস্বাস্থ্যসহ বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক থাবা বসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন। আমাদের ওপরও এই আঘাত আসতে পারে।”

দেশের জনগণকে সচেতন করে শেখ হাসিনা বলেন, “করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলতে হবে। আমাদের যতটা সম্ভব মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে। যারা করোনাভাইরাস-আক্রান্ত দেশ থেকে স্বদেশে ফিরেছেন, সেসব প্রবাসীদের হোম-কোয়ারেন্টিনসহ (বাড়িতে সঙ্গ-নিরোধ) সব নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।”

তিনি বলেন, “মাত্র ১৪দিন আলাদা থাকুন। আপনার পরিবার, পাড়া-প্রতিবেশী, এলাকাবাসী ও সর্বোপরি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এসব নির্দেশনা মেনে চলা প্রয়োজন। যতদূর সম্ভব ঘরে থাকবেন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। বাইরে জরুরি কাজ সেরে বাড়িতে থাকুন।”

ঘরেই নামাজ আদায় করুনঃ

ভাষণে করোনাভাইরাসের বিস্তার রোধে মুসলমানদের ঘরেই নামাজ আদায়ের অনুরোধও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, “করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। জানি আপনারা এক ধরনের আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। যাদের আত্মীয়স্বজন বিদেশে আছেন, তারাও নিকটজনদের জন্য উদ্বিগ্ন। সবার মানসিক অবস্থা বুঝতে পারছি। কিন্তু এই সংকটময় সময়ে আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।”

শেখ হাসিনা আরো বলেন, ‌কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস প্রতিরোধ সহজ হবে। যেমন– ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া, হাঁচি-কাশি দিলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নেওয়া, যেখানে-সেখানে কফ-থুথু না ফেলা।

করোনাভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয় মন্তব্য প্রধানমন্ত্রী বলেন, “এ ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ও বয়স্ক মানুষদের জন্য জীবাণুটি প্রাণ-সংহারী হয়ে উঠেছে। সেজন্য আপনার পরিবারের সবচেয়ে সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। তাকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং ভাইরাসমুক্ত রাখার সর্বাত্মক উদ্যোগ নিন।”

দেশের নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। সবসময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা যেন সংক্রমিত না হয়। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে ও সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।”

দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়াবেন নাঃ

দ্রব্যমূল্যের দাম না বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। জনগণের দুর্ভোগ বাড়াবেন না। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোনও ভোগ্যপণ্য কিনবেন না। মজুদ করবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন।”

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাজারে কোনও পণ্যের ঘাটতি নেই। সর্বত্র বাজার মনিটরিং-এর ব্যবস্থা করা হয়েছে। দেশের অভ্যন্তরে ও বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। এ সংকটময় সময়ে আমাদের সহনশীল ও সংবেদনশীল হতে হবে।

সরকার প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ বছর রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামগুলোতে ১৭ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। এছাড়া বেসরকারি মিল মালিকদের কাছে এবং কৃষকদের ঘরে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে। চলতি মওসুমে আলু-পিয়াজ-মরিচ-গমের বাম্পার ফলন হয়েছে।

রপ্তানি শ্রমিকদের বেতনে ৫ হাজার কোটি টাকা প্রণোদনাঃ

করোনাভাইরাস মহামারীর প্রতিঘাত মোকাবেলায় দেশের রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকরাই এই প্রণোদনার সুবিধা পাবেন।

শেখ হাসিনা বলেন, “করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে। এই আঘাত মোকাবেলায় আমরা কিছু আপদকালীন ব্যবস্থা গ্রহণ করেছি।”

তিনি বলেন, “রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে।”


শেয়ারনিউজ; ২৫ মার্চ ২০২০

এ বিভাগের অন্যান্য সংবাদ

খোলা তেল বিক্রি বন্ধ করে পাউস প্যাক চালুর নির্দেশ

৩০ জানুয়ারি রাতে ধীর গতিতে থাকবে ইন্টারনেট

করোনায় আরও ২০ মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩

করোনা পরীক্ষায় অ্যান্টিবডি টেস্টের অনুমতি

করোনার টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার সুপারিশ

দীপন হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি

জেলখানায় কয়েদির নারীসঙ্গ নিয়ে তোলপাড়

দশম ও দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে এক দিন

পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে আইন পাস

ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ মিলেছে ওয়াসার পানিতে

কারাগারে নারীসঙ্গ জঘন্যতম অপরাধ

ভুয়া কোম্পানির নামে ঋণ দেখিয়ে টাকা আত্মসাৎ পিকে হালদারের

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/27923/index.html
http://www.sharenews24.com/article/28162/index.html
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • ডিএসই’র পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের বিদায় সংবর্ধনা
  • বিদ্যুৎ উৎপাদনের ৬০ শতাংশই অব্যবহ্নত
  • আরএকে সিরামিকসে উৎপাদন শুরু
  • ৮ ফেব্রুয়ারি ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু
  • বেক্সিমকো লিমিটেডের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
  • ইন্সুরেন্স কোম্পানির সক্ষমতা বাড়ানো উচিত: বিএমবিএ সভাপতি
  • পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  • ৪৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
  • বীমা খাতকে বিশ্বাসযোগ্য স্থানে দাঁড় করাতে চাই: আইডিআরএ চেয়ারম্যান
  • রোববার ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution