নিজস্ব প্রতিবেদক: মে মাসজুড়ে লকডাউনে যদি স্বপ্নের বাজাজ মোটরসাইকেলটি কেনার সুযোগ মিস করে থাকেন, তবে চিন্তা নেই! ক্রেতাদের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে বাজাজ মোটরসাইকেলস এবং উত্তরা মোটরস লিমিটেড ২২ হাজার ৭৩ টাকা পর্যন্ত ছাড়ের ঈদ অফারটি জুন মাসেও নিয়ে এসেছে।
পালসার এনএস রেঞ্জের বাইকে ২২ হাজার ৭৩ টাকা পর্যন্ত, পালসার ১৫০ রেঞ্জে ১০ হাজার টাকা পর্যন্ত, ডিসকাভার রেঞ্জে ৭ হাজার টাকা পর্যন্ত, প্ল্যাটিনাতে ৬ হাজার টাকা এবং সিটি ১০০-তে চলছে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
এই সময়ে ক্রেতাদের সুবিধার জন্য বাজাজ মোটরসাইকেলস এবং উত্তরা মোটরস তাদের ওয়েবসাইটে অনলাইন বুকিংও চালু করেছে-https://bangladesh.globalbajaj.com/en/book-now নিরাপত্তার বিধি মেনে চলার শর্তে নির্দিষ্ট কিছু স্থানে শোরুম আর ওয়ার্কশপ চালু করতে সরকার যখন অনুমোদন দিয়েছেন, তখন বাজাজ মোটরসাইকেলস এবং উত্তরা মোটরসের শোরুম আর ওয়ার্কশপগুলো খোলা থাকছে ক্রেতা ও কর্মীদের সুরক্ষার স্বার্থে জীবাণুনাশকের প্রয়োগসহ সর্বোচ্চ সতকর্তার মধ্য দিয়ে।
অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত। প্রয়োজনে কল করা যাবে ০৯৬৭৮-৩৩৩৮৮৮ নম্বরে।
উত্তরা মোটরস লিমিটেড অটোমোবাইল আমদানি, অ্যাসেম্বেলিং আর মার্কেটিংয়ের ক্ষেত্রে শীর্ষস্থানীয় একটি কোম্পানি। বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে তাদের ব্যবসায়ের অংশ ৪০ শতাংশেরও বেশি। নিজস্ব ১৫টি শাখা অফিস এবং ৩০০ থ্রি-এস (সেইল, সার্ভিস, স্পেয়ার) ডিলার সেন্টারের মাধ্যমে ৪ দশক ধরে বাজাজ মোটরসাইকেল বাজারজাত করছে উত্তরা মোটরস।
দেশের প্রতিটি অঞ্চলে বিক্রয়োত্তর সেবাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে উত্তরা মোটরস-ই ভারতের বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক। সংবাদ বিজ্ঞপ্তি