নিজস্ব প্রতিবেদক: প্রতারণা মামলার পলাতক আসামি মো. সাহেদের পাসপোর্ট ও কম্পিউটার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১১ জুলাই) উত্তরা-১২ নম্বর সেক্টরে রিজেন্ট হাসপাতাল থেকে সাহেদের পাসপোর্ট ও কম্পিউটার জব্দ করা হয়।
র্যাবের উপ-পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) সুজয় কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার গ্রেফতার হওয়া তরিকুল ইসলাম জিজ্ঞাসাবাদে সাহেদের পাসপোর্ট ও কম্পিউটার রিজেন্ট হাসপাতালের রান্নাঘরে লুকানো আছে বলে র্যাবকে অবহিত করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।
সুজয় কুমার সরকার আরও জানান, সাহেদ যাতে দেশ থেকে পালাতে না পারেন তার জন্য সব ইমিগ্রেশন অফিসকে সতর্কবার্তা দেয়া হয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা ছাড়াই করোনাভাইরাস টেস্টের রিপোর্ট দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠায় নির্বাহী এর আগে পরীক্ষা ছাড়াই করোনাভাইরাস টেস্টের রিপোর্ট দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে র্যাবের ভ্রাম্যমাণ আদালত কমপক্ষে ৬ হাজার নকল কোভিড-১৯ টেস্ট রিপোর্ট জব্দ করে। পরের দিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতাল দু’টিসহ রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র্যাব। এরপর থেকেই পলাতক রয়েছেন শাহেদ।
এ ঘটনায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদসহ ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। ওইদিনই রিজেন্ট হাসপাতালের দু’টি শাখাই বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।