নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২৭ জুলাই) সূচকের উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজারের শতাধিক কোম্পানির দর বেড়েছে। এসময় ৫টি বিমা কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ ছিল।
এসময় বিক্রেতা সংকটে সর্বোচ্চ দর বেড়ে হল্টেড হয়েছে ৩ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ঢাকা ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও ফিনিক্স ই্ন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা ইন্স্যুরেন্স: সোমবার সর্বোচ্চ ১০ শতাংশ বেড়ে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় শীর্ষে ছিল এ কোম্পানিটি। এসময় কোম্পানিটির ১৭ লাখ ৬২ হাজার ২০৬টি শেয়ার হাতবদল হয়েছে।
অগ্রনী ইন্স্যুরেন্স: বীমা খাতের এ কোম্পানিটিরও ১০ শতাংশ দর বেড়েছে। এসময় কোম্পানিটির শেয়ারে ক্রেতা আগ্রহ থাকলেও বিক্রেতার দেখা মিলে নি। দিনশেষে কোম্পানিটির ১৫ লাখ ৮১ হাজার ৭৮৯টি শেয়ার হাতবদল হয়েছে।
সোমবার কোম্পানিটির শেয়ার ২৫ টাকা থেকে বেড়ে সর্বশেষ ২৭.৫ টাকায় লেনদেন হয়েছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: বীমা খাতের এ কোম্পানিটির ৯.৯৮১ শতাংশ দর বেড়েছে। এসময় কোম্পানিটির শেয়ারে ক্রেতা আগ্রহ থাকলেও বিক্রেতার দেখা মিলেনি। দিনশেষে কোম্পানিটির ১২ লাখ ৩ হাজার ২০৫টি শেয়ার হাতবদল হয়েছে।