নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করে মুনাফা করার অভিযোগে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ একজন পরিচালক এবং বাংলাদেশ সু ইন্ডাস্ট্রিজকে মোট ১৪ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৯ জুলাই) বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মিস রুখসানা মোর্শেদ, শারমিন আক্তার লাভলি এবং বাংলাদেশ সুজ ইন্ডাস্ট্রিজ যথাক্রমে সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক থাকা অবস্থায় পূর্ব ঘোষণা ছাড়া ৭৯ লাখ ৪ হাজার, ৩০ লাখ ৩২ হাজার ৪০টি এবং ১২ লাখ ৯৯ হাজার ৪৮০টি শেয়ার বিক্রি করেন। এর মাধ্যমে তারা যথাক্রমে ৬.৯৮ কোটি, ৩.৬১ কোটি এবং ১.৫৯ কোটি টাকা মুনাফা করেন। তাদের শেয়ার বিক্রির সময় প্রায় কাছাকাছি ছিল এবং পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির পরেই কোম্পানিটির পরিচালনা কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা আজ পর্যন্ত বন্ধ অবস্থায় আছে।
বর্ণিত কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রত্যেকে কমিশনের নোটিফিকেশন নম্বর এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৪৯/এডমিন/০৩-৪৮ ডেটেড জুলাই ১৪, ২০১০ এবং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৯/অ্যাডমিন ডেটেড নভেম্বর ২২, ২০১১ ভঙ্গ করেছেন। বর্ণিত ব্যক্তিরা কমিশনের শুনানিতেও অনুপস্থিত ছিলেন।
উপরোক্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন সিঅ্যান্ডএ টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক মিস রুখসানা মোর্শেদকে ৮ কোটি টাকা, পরিচালক শারমিন আক্তার লাভলিকে ৪ কোটি টাকা এবং বাংলাদেশ সুজ ইন্ডাস্ট্রিজকে ২ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।