নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩০.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে উত্তরা ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার উত্তরা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.৪০ টাকায়। আজ বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১০.৬০ শতাংশ কমেছে। এর মাধ্যমে উত্তরা ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।