নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে। কোম্পানি দুটির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানি দুইটি হলো: নিটল ইন্স্যুরেন্স লিমিটেড এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। জানা গেছে, শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুইটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে গত ২৪ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।
এর প্রেক্ষিতে ডিএসই কোম্পানি দুটির বিষয়ে আজ সতর্কবার্তা জারি করেছে। উল্লেখ্য, গত ০৮ সেপ্টেম্বর নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের দর ছিল ৩৬.৫০ টাকায়। আর ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৭.২০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩০.৭০ টাকা বা ৮৪ শতাংশ বেড়েছে।
রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারের দর গত ৮ সেপ্টেম্বর ছিল ২০.১০ টাকায়। আর ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩১.৬০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.৫০ টাকা বা ৫৭ শতাংশ বেড়েছে। শেয়ারনিউজ; ২৮ সেপ্টেম্বর ২০২০