নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারের শীর্ষ মূলধনী কোম্পানি গ্রামীণফোনের বাজার মূলধন কমেছে প্রায় ১ হাজার ৪৯৮ কোটি ৮০ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আলোচ্য সপ্তাহের প্রথম কার্যদিবসে গ্রামীণফোনের শেয়ার দর ছিল ৩৪১.১০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার দর কমে দাঁড়িয়েছে ৩৩০ টাকায়।
সেই হিসাবে প্রথম কার্যদিবসে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৬ হাজার ০৫ কোটি ৮৭ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৫ কোটি ৯৯ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৪৯৮ কোটি ৮০ লাখ টাকা।