নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন দর বৃদ্ধির তালিকায় ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টিই ছিল মিউচ্যুয়াল ফান্ড। অন্য ৩টির মধ্যে ইন্সুরেন্স খাতের ১টি, প্রকৌশল খাতের ১টি এবং খাদ্য খাতের ১টি ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ দর বদ্ধির শীর্ষ স্থানে উঠে এসেছে এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। ফান্ডটির দর বেড়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৮৯৮ বারে ৭৫ লাখ ৯০ হাজার ৩৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ২০১ বারে ৩ লাখ ৬ হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৭ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯.৯০ শতাংশ। ফান্ডটি ৪৩৮ বারে ১৪ লাখ ৬২ হাজার ৬৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৮ লাখ টাকা।