নিজস্ব প্রতিবেদক: টানা চারদিন পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের নেতৃত্বে ছিল ইন্সুরেন্স খাত। আর দর বৃদ্ধির নেতৃত্বে ছিল মিউচ্যুয়াল ফান্ড। দুই দৃশ্যপটে ছিল পুঁজিবাজারে নেতৃত্ব দেয়া দুই খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আগেরদিন মিউচ্যুয়াল ফান্ড খাতে মার্জিন ঋণ দেয়া যাবে মর্মে বিএসইসি একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে। অন্যদিকে, সরকারি সব ভবন ইন্সুরেন্স পলিসির আওতায় আসবে মর্মে একটি খবর কয়েকটি অনলাইন পোর্টালে প্রচারিত হয়। দুই খাতের ইতিবাচক দুই খবরের প্রভাব নিয়ে আজ খাত দুটিতে বড় উত্থান প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রায় ৪০ মিনিট পর মিউচ্যুয়াল ফান্ডে উত্থানের গতি কমে যায়। আর ইন্সুরেন্স খাতে উত্থানের গতি বেড়ে যায়।
বেলা ১২টার দিকে ইন্সুরেন্স খাতে শতভাগ কোম্পানির শেয়ার দর আগেরদিনের তুলনায় বৃদ্ধি পেয়ে লেনদেন হতে দেখা যায়। এ সময়ে অন্তত ১০টির বেশি ইন্সুরেন্স কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সবোর্চ্চ দরে লেনদেন হয়। এই সময়ে মিউচ্যুয়াল ফান্ড খাতেও শতভাগ ফান্ডের দর বাড়লেও দর বৃদ্ধির গতি ইন্সুরেন্সের মতো শক্তিশালী ছিল না।
তবে দুপুর সাড়ে ১২টার পর মিউচ্যুয়াল ফান্ড খাতে উত্থানের গতি বাড়তে থাকে। অন্যদিকে ইন্সুরেন্স খাতে উত্থানের গতি কমতে থাকে। লেনদেনের শেষভাগে বেশিরভাগ মিউচ্যুয়াল ফান্ড সার্কিট ব্রেকারের সবোর্চ্চ ধাপে লেনদেন হতে দেখা যায়। তবে এই সময়ে প্রায় অর্ধেক ইন্সুরেন্স কোম্পানির দর নেতিবাচক প্রবণতায় ফিরে আসে।
দিনশেষে আজ মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৭টি ফান্ডের মধ্যে সবগুলোর দরই বেড়েছে। বেশিরভাগ ফান্ডের দর বেড়েছে ৮ শতাংশ থেকে ১০ শতাংশ। অন্যদিকে, ডিএসইতে আজ ৪৮টি ইন্সুরেন্সের মধ্যে ২২টি বা ৪৫.৮৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে, ২১টি বা ৪৩.৭৫ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ৫টি বা ১০.৪২ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ লেনদেনের শুরুর চাঙ্গা প্রবণতা শেষ অবধি খাতটিতে অব্যাহত ছিল না।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ৭টিই ছিল মিউচ্যুয়াল ফান্ড এবং ১টি ছিল ইন্সুরেন্স কোম্পানি। তবে দর পতনের শীর্ষ তালিকায় ইন্সুরেন্স খাতের কোম্পানি ছিল ৪টি।
এদিকে, ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল ইন্সরেন্স খাত এবং দ্বিতীয় স্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড। এদিন ইন্সুরেন্স খাতে লেনদেন হয়েছে ১৮১ কোটি ৯০ লাখ টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ২০ লাখ টাকা।