নিজস্ব প্রতিবেদক: প্রত্যেক ভারতবাসীর কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়া জাতীয় কর্তব্য বলে দাবি করলেন বটে। কিন্তু সেই প্রতিষেধক কবে ভারতে পাওয়া যাবে, ক’টি ডোজ় দেওয়া হবে, কোন সংস্থার প্রতিষেধক দেওয়া হবে, সেগুলির দাম কত পড়বে, এ সব নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কোনও জবাবই দিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশ্ন ছিল, ওই প্রতিষেধক কি বিনামূল্যে পাবেন দেশবাসী? সূত্রের মতে, সেই প্রশ্নের উত্তর তিনি জানেন না বলে বৈঠকে জানান প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রতিষেধক প্রশ্নে দিশা পাবেন, এই আশায় মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দিলেও দিনের শেষে সেই ধোঁয়াশা রয়েই গেল।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একেবারে তৃণমূল স্তরে যাতে প্রতিষেধক পৌঁছে দেওয়া সম্ভব হয়, বৈঠকে রাজ্যগুলিকে সেই পরিকাঠামো গড়ে তোলার উপরেই মূলত জোর দিয়েছেন মোদী। জোর দেওয়া হয়েছে টিকাপ্রাপকদের অগ্রাধিকারের তালিকা বানানোর উপরেও।