নিজস্ব প্রতিবেদক: ১৩ বছরে দেশে আগুনে পুড়েছে অন্তত ১২ হাজার মানুষ; এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৯১৬ জনের।
অগ্নিকাণ্ড রোধে সতর্কতা অবলম্বনে ফায়ার সার্ভিস নানা সুপারিশ করলেও বাস্তবায়ন হয় নামমাত্র। নগরবিদরা বলছেন, ফায়ার সার্ভিসকে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন করে ওয়াটার হাইড্রেন্ট সৃষ্টির মাধ্যমে আগুনে হতাহতের ঘটনা কমানো সম্ভব।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগে মিরপুরের কালশী বস্তিতে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা বস্তির চারদিকে ছড়িয়ে পড়ে। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও পুড়ে যায় শতাধিক ঘর ও দোকান পাট।
শুধু বস্তিতেই নয়, প্রতিনিয়তই দেশের নানা স্থানে ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক বছরে সারাদেশে ২৪ হাজার ৭৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ১৮৫ জন। আহত হয়েছেন সহস্রাধিক। আর ৩৩০ কোটি ৪১ লাখ টাকার সমপরিমাণ মূল্যের ক্ষতি হয়েছে।
১৩ বছরে বাংলাদেশে আগুনে পুড়েছে সাড়ে ১২ হাজার মানুষ। আর এর মধ্যে মারা গেছে এক হাজার ৯১৬ জন। সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ হাজার কোটি টাকা। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানতে প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবেদনও তৈরি করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি.জে. সাজ্জাদ হোসাইন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবেদন তৈরির পর তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। আর যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় তারা যদি প্রতিবেদন চায় তাহলে একটি নির্দিষ্ট ফি প্রদান করে ফায়ার সার্ভিসের কাছে আবেদন করলে প্রতিবেদন হাতে পাবেন।
তবে, নানা অনিয়ম আর আমলাতান্ত্রিক জটিলতায় বেশির ভাগ প্রতিবেদনই আলোর মুখ দেখে না বলেও জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, 'র্যাব-পুলিশ অন্যান্য বাহিনীর ভিড়ে ফায়ার সার্ভিসকে নিয়ে চিন্তা করার সময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নেই। ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করতে হলে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে আনতে হবে।'
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারের সঠিক পরিকল্পনা বিকল্প নেই বলেও মত দেন মোবাশ্বের হোসেন। এছাড়া ঢাকা শহরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণকে সহজ করতে পানির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। এজন্য ঢাকার সবস্থানে হাইড্রেন্ট থাকা নিশ্চিত করার কথাও জানান এ নগর পরিকল্পনাবিদ।
একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও নিতে হবে কঠোর আইনি ব্যবস্থা।