নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫.৬০ টাকা বা ৯.৯৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৬১.৭০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩০৯ বারে ২৩ লাখ ৪৩ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ২০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫.৯০ টাকা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৫.১০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১৯৮ বারে ২৯ লাখ ৭৯ হাজার ১১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৩৮ লাখ টাকা।