নিজস্ব প্রতিবেদক: ঘরে বসেই যেকোনো সময় যেকোনো স্থান থেকে দেশের শীর্ষ ২৫টি কোম্পানির ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তি কোনো খরচ ছাড়াই বিকাশে পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। আবার বছরে মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে পছন্দ অনুযায়ী বিভিন্ন পরিমাণ প্রিমিয়াম দিয়ে বিকাশ অ্যাপ থেকেই বিভিন্ন মেয়াদি স্বাস্থ্য এবং জীবন বীমা পলিসি নেয়ারও সুযোগ রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানটি এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিভেদে বিকাশের পে-বিল অপশন থেকে মার্চেন্ট নম্বর সিলেক্ট করে অথবা সরাসরি পেমেন্ট অপশন থেকে অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে থেকে প্রিমিয়াম জমা দেয়ার সুযোগ রয়েছে, যা গ্রাহক ও ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান উভয়ের জন্যই সময় ও খরচ সাশ্রয়ী। এছাড়া মিলভিক বাংলাদেশ লিমিটেড ও কার্নিভাল অ্যাশিউর লিমিটেডের স্বাস্থ্য ও জীবন বীমা বিকাশ অ্যাপ থেকেই নেয়ার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহক।
ইন্স্যুরেন্স পলিসি নিতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের ইন্স্যুরেন্স’ অপশন থেকে কার্নিভাল অ্যাশিউর লিমিটেড কিংবা মিলভিক বাংলাদেশ লিমিটেড নির্বাচন করতে হবে। এর পরের ধাপে গ্রাহকের পছন্দ অনুযায়ী কার্নিভাল বা মিলভিকের ইন্স্যুরেন্স ক্যাটাগরিগুলো দেখা যাবে। পছন্দের ক্যাটাগরিতে গিয়ে গ্রাহক তার ব্যক্তিগত তথ্য, মনোনীত ব্যক্তির (নমিনি) তথ্য ও ঠিকানা দেয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই ইন্স্যুরেন্সের আবেদন হয়ে যাবে অ্যাপ থেকেই।
প্রতিষ্ঠানটি মনে করছে, দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় খুব সহজে বিকাশ দিয়ে ইন্স্যুরেন্স পলিসি নিতে পারা গ্রাহকের জন্য এক নতুন স্বস্তি। সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদির পাশাপাশি বীমার মতো নতুন নতুন সেবা যোগ হওয়ায় গ্রাহকদের লেনদেনে আরো বেশি সক্ষমতা এসেছে।