নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচক কমেছে। আলোচ্য সপ্তাহে পুঁজিবাজারের ২০ খাতের মধ্যে ১৮ খাতেরই দর কমেছে, বেড়েছে মাত্র দুই খাতের। যে দুই খাতের দর বেড়েছে, সেই দুই খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এই কারণে পতনের সপ্তাহেও খাত দুটির শতভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। খাত দুটি হলো-জেনারেল ইন্সুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আলোচ্য সপ্তাহে ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সবগুলো ফান্ডের দরই বেড়েছে। আবার ৩৬টি জেনারেল ইন্সুরেন্সের মধ্যে সবগুলো কোম্পানিরই দর বেড়েছে। তবে মিউচ্যুয়াল ফান্ডের দর সামান্য বাড়লেও জেনারেল ইন্সুরেন্সের দরে বড় উল্লম্ফন দেখা গেছে।
বিদায়ী সপ্তাহে ৩৬টি জেনারেল ইন্সুরেন্সের মধ্যে ১৯টির শেয়ার দর বেড়েছে ১৫ শতাংশের বেশি এবং ১০টির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশের বেশি। অর্থাৎ ২৯টির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশের বেশি।