নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে ২১ জন আবেদন করেছেন। এরমধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান চিফ অপারেটিং অফিসার (সিওও), প্রধান হিসাব কর্মকর্তা (সিএফও) এবং সাবেক কোম্পানি সচিবও রয়েছেন।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর এমডি পদে প্রতিষ্ঠানটির সাবেক কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, বর্তমান সিএফও আব্দুল মতিন পাটোয়ারী, সিওও সাইফুর রহমান মজুমদার এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২১ জন আবেদন করেছেন।
এসব প্রতিযোগিরা তাদের জীবন বৃত্তান্তের (সিভি) হার্ডকপি সরাসরি ও ই-মেইলের মাধ্যমে অনলাইনের জমা দিয়েছেন। আগামীকাল ডিএসইর বৈঠকে তাদের আবেদন যাচাই-বাচাই করা হবে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমডি পদে আবেদন জমার শেষ দিন ছিল। ডিএসইর এনাআরসি কমিটি অর্থাৎ যাচাই-বাছাই কমিটি আবেদন বক্সটি খুলে প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করবেন। তাদের তালিকা অনুসারে ডিএসই কর্তৃপক্ষ একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন। এরপর ডিএসইর পর্ষদ অনুমোদন করবে।
উল্লেখ্য, ব্যক্তিগত কারণ দেখিয়ে কাজী ছানাউল হক গত ৮ অক্টোবর ডিএসইর চেয়ারম্যান বরাবার পদত্যাগপত্র দাখিল করেন। এরপর ২১ অক্টোবর ডিএসইর ৯৭২তম পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। তবে নিয়ম অনুসারে তিনি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
কাজী ছানাউল হক চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগদান করেন। তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।
ডিএসইতে যোগদানের আগে কাজী ছানাউল হক রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি ছিলেন। ২০১৭ সালের আগস্টে আইসিবির এমডি হিসেবে নিয়োগ পান তিনি। তিনি মাত্র ৮ মাস দায়িত্ব পালন করার পরই এমডি পদ থেকে পদত্যাগ করলেন।
এর আগের এমডি হিসেবে পদত্যাগ করেছিলেন সতীপতি মৈত্র।