নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া সম্পন্ন হওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের লেনদেন আগামী ২ ডিসেম্বর শেয়ারবাজারে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এন’ক্যাটারিভুক্ত ডিএসইতে কোম্পানিটির ট্রেডি কোড হবে “DOMINAGE” এবং কোম্পানি কোড হবে : ১৩২৪৯।
এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। আর কোম্পানিটির আইপিওতে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য ৩ কোটি শেয়ার ছেড়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিট ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।