নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো হলো-কেয়া কসমেটিকস, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড ও এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কেয়া কসমেটিকস লিমিটেড: কেয়া কসমেটিকসের বোর্ড সভা ১০ ডিসেম্বর বিকাল আড়াইটা ও সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২০ ও ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ড: এপিএসসিএলের ট্রাষ্টি সভা ১০ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় বন্ডটির ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। বন্ডটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড: এএফসি অ্যাগ্রো বায়োটেকের বোর্ড সভা ৮ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।