নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের নতুন কোম্পানি ডমিনেজ স্টিল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭.৫০ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ২২.৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৯ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪.৮০ টাকা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৩.১০ টাকা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটির ৬৪ লাখ ৩৩ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৮২ লাখ টাকা।
দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর ১.৩০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪.৪০ টাকা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, আমান ফিড, এপোলো ইস্পাত, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি মানেজমেন্ট ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ও ফ্যাস ফিন্যান্স লিমিটেড।