নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দরে আজ (বৃহস্পতিবার) বড় পতন হয়েছে। উৎপাদন বন্ধের খবরে কোম্পানিটির শেয়ার দরে এই পতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষ স্থানে ওঠে যায় কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে চলতি অর্থ বছরের জন্য চিনি উৎপাদন বন্ধ রেখেছে শ্যামপুর সুগার। যা বুধবার (২ ডিসেম্বর) কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। উৎপাদন বন্ধের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে কোম্পানির শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।
শেয়ার দর পর্যালোচনায় জানা গেছে, মঙ্গলবার (১ ডিসেম্বর) কোম্পানির শেয়ার দর ৬১.৬০ টাকায় লেনদন হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কোম্পানির শেয়ার দর কমে দাঁড়ায় ৫৮ টাকা। অর্থাৎ কোম্পানির উৎপাদন বন্ধের খবরে শেয়ার দর কমেছে ৩.৬০ টাকা।
শ্যামপুর সুগার ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানি বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।