ঢাকা, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?ref=share
সর্বশেষ সংবাদ
১৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা রাজস্ব আদায়ে কাস্টমসের গতিশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ রেনউইক যজ্ঞেশ্বরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ম্যারিকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ম্যারিকোর অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা লাভেলো আইসক্রিমের আইপিও লটারির ড্র আজ ডিএসই ও সিএসই’র কাছে ট্রেক ইস্যুর পরিকল্পনা চেয়েছে বিএসইসি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

প্রচলিত বিনিয়োগের পাশাপাশি অপ্রচলিত বিনিয়োগেও বেকায়দায় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনার থাবায় ব্যাংকগুলোর প্রচলিত বিনিয়োগ মেয়াদি ঋণের পাশাপাশি অপ্রচলিত বিনিয়োগ কার্যক্রমও থমকে গেছে। করোনার প্রভাবে মেয়াদি ঋণের পাশাপাশি অপ্রচলিত বিনিয়োগ থেকেও ব্যাংকগুলোর আদায় কার্যক্রম থমকে গেছে। বিশেষ করে রিটেইল বিনিয়োগ থেকে আদায়ের ওপর বেশি প্রভাব পড়েছে। ব্যাংকাররা জানিয়েছেন, ঋণ আদায় কার্যক্রম কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকের অনাদায়ী ঋণের ওপর। প্রকৃত আদায় না হওয়ায় বেশির ভাগ ব্যাংকের মুনাফা কমে গেছে।


ব্যাংকাররা জানিয়েছেন, গত কয়েক বছর যাবত কাঠামোগত বিনিয়োগের ধীরগতিতে ব্যাংকগুলো অপ্রচলিত বিনিয়োগের দিকেই বেশি ঝুঁকে পড়ে। বিভিন্ন ভোক্তা ঋণের দিকেই বেশি আকৃষ্ট হয় ব্যাংক। আবার এসব ঋণ থেকে আদায়ের হারও অন্যসব ঋণ থেকে বেশি ছিল। কারণ, এসব ঋণের বড় একটি অংশই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীদেরকেই এসব ঋণ বেশি দেয়া হতো। মাস শেষে বেতন থেকে তা পরিশোধ করতেন গ্রাহক। কিন্তু গত বছরে মধ্যবিত্ত শ্রেণীর সব কিছুই এলোমেলো হয়ে যায়। করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হয় বেসরকারি খাতের। ভোগব্যয় কমে যাওয়ায় কলকারখানার উৎপাদন অর্ধেকে নেমে আসে। এতে বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে লোকবল ছাঁটাই হয়। চাকরিচ্যুত হয়ে অনেকেই রাজধানীতে টিকতে না পেরে গ্রামের বাড়িতে চলে গেছেন। অনেকেই আবার বাসা ভাড়া কম এমন এলাকায় স্থানান্তর হয়েছেন। এর সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকের দেয়া অপ্রচলিত ঋণ আদায়ের ওপর।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, গত বছরের জুলাই-অক্টোবরে গ্রামীণ শিল্প থেকে আদায়ের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক, সেখানে এবার তা হয়েছে ঋণাত্মক প্রায় ১৩ শতাংশ। শিল্প ঋণেও আদায় কমে গেছে প্রায় ৫৬ শতাংশ। এর সাথে প্রচলিত ঋণ থেকেও আদায়ের হার দারুণভাবে নেমে গেছে।


ব্যাংকের আয়ে বড় ধরনের অবদান রাখে ব্যক্তি পর্যায়ের ভোক্তা ঋণ, ক্রেডিট কার্ডের ঋণসহ জামানতবিহীন ঋণ। জামানতবিহীন হওয়ায় এসব ঋণে ঝুঁকিও বেশি। আর ঝুঁকি বেশি হওয়ায় এসব ঋণ গ্রহীতার বাড়তি সুদ বা মুনাফা পরিশোধ করতে হয়। এ কারণেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ক্রেডিট কার্ডের ঋণ সিঙ্গেল ডিজিট অর্থাৎ ৯ শতাংশের আওতামুক্ত রাখা হয়েছে। অর্থাৎ ভোক্তা ঋণ বাদে সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে ভোক্তা ঋণের সর্বোচ্চ সুদহার বেঁধে দেয়া হয়। বলা হয়েছে, ২০ শতাংশের বেশি সুদ আদায় করা যাবে না ভোক্তা ঋণে।


ব্যাংকাররা জানান, এসব ঋণে তেমন কোনো জামানত নেয়া হয় না। যেমন, কেউ কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে তার বেতনের বিপরীতে এ ঋণ দেয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি শুধু বেতনের তথ্যাদি জমা দিতে হতো। এর ওপর ভিত্তি করে ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নেয়া হতো সংশ্লিষ্ট গ্রাহকের। কিন্তু গত মার্চ থেকে করোনায় সব হিসাব এলোমেলো হয়ে যায়। দীর্ঘ ৫ মাস যাবত করোনার কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেকেই চাকরি হারিয়েছেন। অনেক প্রতিষ্ঠানের বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে। ফলে যারা নিয়মিত বেতনভাতা পেয়ে সংসারের প্রয়োজন মিটিয়ে বাড়তি অর্থ থেকে ব্যাংকের ঋণ নিয়মিত পরিশোধ করতেন তারা পড়ে যান বিপাকে। বেতনভাতা না পেয়ে সংসারের প্রয়োজন মেটাতে পারছেন না অনেকেই। আবার কেউ কেউ বাড়ি ভাড়া পরিশোধ না করে রাজধানী ছেড়ে গ্রামে পাড়ি জমিয়েছেন। এর ফলে ইতোমধ্যে যেসব জামানতবিহীন ঋণ বিতরণ করা হয়েছিল ওইসব ঋণ ঝুঁকির মুখে পড়ে গেছে। বেশির ভাগ জামানতবিহীন ঋণই এখন আদায় হচ্ছে না। এতে একদিকে ব্যাংকের আয় যেমন কমে গেছে, তেমনি খেলাপি হয়ে যাচ্ছে এসব ঋণ।


একটি ব্যাংকের তহবিল ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোক্তা ঋণ এখন ব্যাংকের গলার কাঁটা। আগে যেসব ঋণ গ্রহীতা নিয়মিত ঋণ পরিশোধ করতেন, আয় কমে যাওয়ায় এখন তারা নিয়মিত ঋণ পরিশোধ করতে পারছেন না। আবার অনেকেই ঠিকানা বদল করেছেন। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।


এমনি পরিস্থিতিতে সবচেয়ে লাভবান খাত ভোক্তা ঋণ দিতে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছেন ব্যাংকাররা। বেসরকারি একটি ব্যাংকের এমডি জানিয়েছেন, এ মুহূর্তে ব্যাংকগুলো ঋণ দিয়ে ঝুঁকির মাত্রা বাড়াতে চাচ্ছে না। একসময় ভোক্তা ঋণের প্রতি বেশি ঝোঁক ছিল ব্যাংকের। করোনার কারণে সব হিসাব পাল্টে গেছে। অনেকটা নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকে পড়ছে ব্যাংকগুলো। এ মুহূর্তে নিরাপদ বিনিয়োগ কোনো খাত, এমন প্রশ্নের জবাবে ওই ব্যাংকের এমডি জানান, প্রণোদনা প্যাকেজ অনুযায়ী ঋণ বিতরণ করা হচ্ছে না। কারণ, এই মুহূর্তে ঋণ নিয়ে কোনো প্রজেক্টই লাভবান হবে না। এ কারণে যারা ঋণ নেবেন তারা ঋণ পরিশোধ করতে পারবেন না। তাই ব্যাংকগুলো সরকারের ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়ে উঠেছে। এতে বছর শেষে বেশির ভাগ ব্যাংকেরই আয় কমে যাবে। তবে, করোনা পরিস্থিতির উন্নতি হলে আর মানুষের আয় বাড়লে আবারো বেসরকারি খাতে ঋণ দিতে উৎসাহী হবে ব্যাংকগুলো।


শেয়ারনিউজ; ১২ জানুয়ারি ২০২১

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেশে ফিটনেসবিহীন গাড়ি চার লাখ ৮১ হাজার

বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি ফারাহ

গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট

রাজস্ব আদায়ে কাস্টমসের গতিশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

করোনায় আরও ১৮, শনাক্ত ৬০২

টিকা নেওয়ার পর সংক্রমণ থেকে সুরক্ষা পেতে কত দিন লাগে

দেশে পৌঁছাল বেক্সিমকোর ৫০ লাখ ভ্যাকসিন

দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার জন

খোলা তেল বিক্রি বন্ধ করে পাউস প্যাক চালুর নির্দেশ

৩০ জানুয়ারি রাতে ধীর গতিতে থাকবে ইন্টারনেট

করোনায় আরও ২০ মৃত্যু ২০, শনাক্ত ৪৭৩

করোনা পরীক্ষায় অ্যান্টিবডি টেস্টের অনুমতি

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/27923/index.html
http://www.sharenews24.com/article/28162/index.html
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • ১৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
  • ট্রাম্পের অভিশংসনের চূড়ান্ত শুনানি ফেব্রুয়ারিতে
  • ফের চীন-ভারত সেনাদের মধ্যে সংঘর্ষ
  • ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
  • বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী
  • রেনউইক যজ্ঞেশ্বরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ম্যারিকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ
  • যমুনা অয়েলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ম্যারিকোর অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution