নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে ৫৬টির বা ১৫.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগেরদিন এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১০.৮০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।