ঢাকা, শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৬ চৈত্র ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?multi_permalinks=784508489136673
সর্বশেষ সংবাদ
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন ফুরফুরে মেজাজে চার খাতের বিনিয়োগকারীরা করোনার মধ্যেও ইসলামি ধারার ব্যাংকে রমরমা ব্যবসা সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কিছুটা বেড়েছে বাংলাদেশের জিপি-রবি একীভূত হচ্ছে মালয়েশিয়ায় সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি রবির প্রথম প্রান্তিক প্রকাশ লিন্ডে বিডির প্রথম প্রান্তিক প্রকাশ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের ইঙ্গিত আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার পর আইনটি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। একইসাথে আইনটির কিছু ধারা বিকর্তিত উল্লেখ করে দেশব্যাপী শুরু হয় বিক্ষোভ। এমন প্রেক্ষাপটে সরকার এখন আইনটির অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে বলেছেন, এ আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেফতার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না-এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জামিন হওয়া না হওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, সাজা যতটা হলে জামিন হবে এবং যতটা হলে জামিন হবে না- ঠিক সেই প্রিন্সিপালটা ফলো করে আমরা বিধান করেছি। সারা পৃথিবীতেই এটা করা হয়। এমনকি এ উপমহাদেশেও। বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। সব আইনই যখন করা হয়, তখন কিন্তু একটা ট্রায়াল অ্যান্ড এরর বা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায়। কথা হচ্ছে, এখানে যদি কিছু অ্যাবিউজ এবং মিসইউজ হয়, সেটা কি করে বন্ধ করা হবে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।

বিষয়টি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গেও আলোচনা করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অফিসের সঙ্গে আমি আলাপ চালাচ্ছি। সারা বিশ্বের সঙ্গে আমরা এটার তুলনা করছি। মিসইউজ যেগুলো ধরা পড়ছে বা অ্যাবিউজ যেগুলো হচ্ছে, সেগুলোর জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম কীভাবে ডেভেলপ করা যায়, এ আইনের মধ্যেই কীভাবে সেটা থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করছি।

আওয়ামী লীগ সরকার নানা বিতর্কের মধ্যেই ২০১৮ সালের সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। আইনটি যখন খসড়া করা হয়, তখনই গণমাধ্যম এবং মানবাধিকার কর্মীরা আপত্তি তুলেছিলেন আইনের অপপ্রয়োগ নিয়ে। এই আইনে ৯ মাস ধরে আটক থাকা লেখক মুশতাকের মৃত্যুর পর অভিযোগ উঠেছে যে, ছয় বার আবেদন করেও তার জামিন মেলেনি তার।

বিশ্লেষকদের অনেকে মনে করেন, এই আইনের কারণে গণমাধ্যমের পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশ বা বাক স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা বলেন, ভিন্নমত যাতে না আসে, সেজন্য সরকার আইনটি করেছিল বলে তিনি মনে করেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে একটা ভয়-ভীতি প্রদর্শন করে একটা পরিবেশ তৈরি হয়েছে। সত্যি কথা বলতে, আমাদেরই কিন্তু ভয় লাগে কোন কিছু সম্পর্কে একটা কমেন্ট করতে। একটা সেলফ সেন্সরশিপ কিন্তু এসে গেছে সবার মনে।

মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতা খর্ব করার অভিযোগ মানতে রাজি নন আইনমন্ত্রী এবং সরকারের অন্য মন্ত্রীরাও। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিভিন্ন অভিযোগ নিয়ে তাদের সরকার এবং দলের উচ্চ পর্যায়ে তারা আলোচনা করছেন। তবে ডিজিটাল দুনিয়ায় নানা অপরাধের প্রেক্ষাপটে আইনটির প্রয়োজন আছে বলেই তাদের দল এবং সরকার মনে করছে।

ড. রাজ্জাক বলেন, আইনের অপব্যবহার হচ্ছে কীনা-সেটা আমরা অবশ্যই পর্যালোচনা করছি। এটা নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছে। তারপরও সাথে সাথে এটাও আমাদের চিন্তা করতে হচ্ছে যে, প্রযুক্তিগত এই সুযোগ বা সুবিধাটাকে আমরা অপব্যবহার করছি কিনা-এবং দেশের উন্নয়ন ও শান্তি আমরা বিঘ্নিত করছি কি না-এটাও আমাদের দেখতে হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।


শেয়ারনিউজ/ঢাকা, ০২ মার্চ ২০২১

এ বিভাগের অন্যান্য সংবাদ

পুলিশের জন্য চালু হচ্ছে দূরপাল্লার বাস সার্ভিস

রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার নয়: জন কেরি

শনিবার ঢাকার আশেপাশে গ্যাসের চাপ কম থাকবে

নজরদারিতে মামুনুল হকসহ হেফাজত নেতারা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩, শনাক্ত ৭৪৬২

অগ্রাধিকার প্রকল্প হলেও মেট্রোরেল চলছে ডিমেতালে

জরুরি সেবা ছাড়া ১৪ এপ্রিল থেকে সব বন্ধ

সিটি করপোরেশন এলাকায় পূর্ণ লকডাউনের সুপারিশ

যুক্তরাষ্ট্রের বিশেষ স্বীকৃতি পাচ্ছেন শেখ হাসিনা

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন: সেতুমন্ত্রী

শুরুতেই দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-ভিআইপিরা

যে কারণে করোনায় বেশি আক্রান্ত হচ্ছে তরুণরা

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/32309/index.html
সর্বশেষ খবর
  • বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফের শেখ কবির
  • কঠোর লকডাউনেও ব্যাংক খোলা থাকবে
  • ফ্লোর প্রাইস প্রত্যাহার হচ্ছে না ৪৪ কোম্পানির
  • বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
  • ফুরফুরে মেজাজে চার খাতের বিনিয়োগকারীরা
  • সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কিছুটা বেড়েছে
  • বাংলাদেশের জিপি-রবি একীভূত হচ্ছে মালয়েশিয়ায়
  • সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
  • রবির প্রথম প্রান্তিক প্রকাশ
  • লিন্ডে বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
  • সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
  • সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
  • লিন্ডে বিডির ডিভিডেন্ড ঘোষণা
  • ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
  • উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
  • রবির অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা
  • ব্যাংক এশিয়ার নতুন পরিচালক তানিয়া নুসরাত জামান
  • বোর্ড সভার তারিখ জানিয়েছে দুই কোম্পানি
  • ফ্লোর প্রাইস প্রত্যাহারের ৬৬ কোম্পানির রোজনামছা
  • ব্লক মার্কেটে ১৯ কোম্পানির লেনদেন
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution