নিজস্ব প্রতিবেদক: রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম বার। ছবি: ডিএমপি
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম বার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের মাহেন্দ্রক্ষণ উদযাপন করবে পুলিশ। সেদিন বিকেল ৩টায় হাইওয়ে পুলিশের থানাসহ দেশের ৬৬০টি থানায় একসঙ্গে আনন্দ আয়োজন করা হবে। কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, প্রীতিভোজ ও মিষ্টি বিতরণ। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রশাসনসহ নেতারা উপস্থিত থাকবেন।
শুক্রবার রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
পুলিশপ্রধান বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ যে অমোঘ বার্তা নিয়ে এসেছিল, সেই বার্তায় আমরা মুক্ত ও স্বাধীন দেশের নাগরিক হয়েছি। আমাদের নিজস্ব পতাকা আছে, মানচিত্র আছে। ওই ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। জাতি হিসেবে এটি আমাদের অনন্য অর্জন। এদিকে গত ২৬ ফেব্রুয়ারি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশ পেয়েছে বাংলাদেশ। এটা আমাদের জন্য এক মাহেন্দ্রক্ষণ এবং ঐতিহাসিক অর্জন।
তিনি বলেন, উন্নয়নশীল দেশের পথে যাত্রা এত সহজ ছিল না। এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। ২০১৮ সালেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেসব শর্ত পূরণ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই স্বীকৃতি। প্রধানমন্ত্রীর দুঃসাহসিক নেতৃত্ব এবং ১৮ কোটি মানুষের ৩৬ কোটি পরিশ্রমী হাত সম্মিলিতভাবে এ অর্জনকে সম্ভব করেছে। এই অর্জনকে দেশবাসীর সঙ্গে সম্মিলিতভাবে উদযাপন করবে পুলিশ। বেনজীর আহমেদ বলেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের উন্নয়নের ধারায় আমূল পরিবর্তন এসেছে। দারিদ্র্য অনেক কমেছে। দেশের এসব উন্নয়নকেই উদযাপন করবে পুলিশ।