নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩টির বা ১২.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৪.২৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে রিলায়েন্স ইন্স্যুরেন্স ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, জুট স্পিনার্সের ৩.৭৩ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.৭০ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.৫৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২.৫২ শতাংশ, রহিমা ফুডের ২.২৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৭২ শতাংশ এবং আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ১.৬৯ শতাংশ কমেছে।