নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার প্রিমিয়ার ব্যাংকের ক্লোজিং দর ১৩ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ১৫.৫৫ শতাংশ। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ফ্যামিলি টেক্সের ৩.৮৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.৭৮ শতাংশ, এ্যাডভেন্ট ফার্মার ২.০২ শতাংশ, আরএসআরএমের ২.০১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১.৯৬ শতাংশ, ন্যাহি অ্যালুমিনিয়ারেমর ১.৯৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১.৯২ শতাংশ এবং মিউচ্যুয়াল টাস্ট্র ব্যাংকের ১.৯১ শতাংশ।