নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ঝুলে আছে অনেকদিন ধরে। কথা ছিল ১৫ জুনের বোর্ড সভার পর ঘোষণা করা হবে কেন্দ্রীয় চুক্তি। তবে সেই চুক্তি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান জানালেন, এবারের চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের।
আকরাম বলেন, বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল, আমরা ওটা জেনেছি। আমরা দুই-একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলব।
আকরাম খান আরো বলেন, এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বেতন কমলেও আগের বেতনের থেকে এবার অন্তত ১০ থেকে ২০ শতাংশ বেতন বাড়ছে সাকিব আল হাসান, তামিম ইকবালদের।
আকরাম জানান, এটা নির্ভর করবে কিন্তু, আমরা এটা চিন্তা ভাবনা করে করব। ১০ থেকে ২০ শতাংশ বাড়বে। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটার জন্য সময় নিতে হবে।