নিজস্ব প্রতিবেদক : দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও কোনো ধরনের নোটিশ ছাড়া একদিনেই শীর্ষ পর্যায়ের কর্মীসহ তিন শতাধিক’ কর্মীকে ছাঁটাই করেছে।
২৫ জুন, ২০২১ তারিখ মঙ্গলবার সকালে কর্মীদের ছাঁটাই করা হয়। বিষয়টি পাঠাওয়ের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
পাঠাওয়ের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, ছাঁটাই হওয়ার কর্মীর সংখ্যা তিন শতাধিক। মঙ্গলবার সকালে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়।
ছাঁটাই হওয়া কর্মীরা পাঠাওয়ের বিভিন্ন বিভাগে কর্মরত। এদের মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিসটেন্ট ম্যানেজার ও কয়েকজন ডিপার্টমেন্টাল হেডও রয়েছেন বলেও জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, যাদেরকে ছাঁটাই করা হয়েছে, তাদেরকে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়েছে। জোরপূর্বক অব্যাহতি নিতে বাধ্য করার কারণ হিসেবে পর্যাপ্ত ফান্ডের অভাব, নেতৃত্বের অভাব ও অভিজ্ঞতার অভাবকে সামনে আনা হয়েছে।
২০১৬ সালের মাঝামাঝি সময়ে পাঠাও তাদের রাইড শেয়ারিং সেবা চালু করে। প্রতিষ্ঠানটিতে ব্যাটারি রোড ডিজিটাল হোল্ডিংস এলএলসি, ইন্দোনেশিয়ার কোম্পানি গো-জেকসহ আরও কিছু প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে।