নিজস্ব প্রতিবেদক: আগের কার্যদিবসের মতো মঙ্গলবারও দেশের পুঁজিবাজারে উত্থা হয়েছে। এদিন নতুন মাইলফলক ছুঁয়েছে প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আজ লেনদেনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৬৫৩৫ পয়েন্টের নুতন মাইলফলক স্পর্শ করেছে।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-শরিয়াহ্ ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৬৬ পয়েন্টে।
এছাড়া, বাজার মূলধনেও পুঁজিবাজার নতুন মাইলফলকে অবস্থান করছে।
প্রাণঘাতী করোনার মধ্যেও অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের গতিশীল নেতৃত্বাধীন কমিশনের উপর ভর করে পুঁজিবাজার এগিয়ে যাচ্ছে। গত বছরের মে মাসে নতুন কমিশন দায়িত্বভার গ্রহন করে। যখন করোনা ভাইরাস আতঙ্কে মানুষের মধ্যে পুঁজিবাজার নিয়ে ছিল ভীষণ ভয়। তবে কমিশন নানামূখী কার্যকর সিদ্ধান্তের মাধ্যমে সেই ভয় কাটিয়ে বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে ভূমিকা রাখেন। যার নেতৃত্বে বাজারে এখন অংশগ্রহণমূলক অবস্থানে রয়েছে এবং মূল্যসূচক উঠে এসেছে এক অনন্য উচ্চতায়।