নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেন তালিকায় অবস্থান করছে ৫ কোম্পানি। এগুলো হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, ডেল্টা লাইফ, বিএটিবিসি এবং স্কয়ার ফার্মা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বেক্সিমকো লিমিটেড: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের তালিকার শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৮০৮টি শেয়ার ৫৮৯ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১৩ লাখ ১৭ হাজার ৯২০টি শেয়ার ১৬ কোটি ১৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।
লঙ্কাবাংলা ফাইন্যান্স: বিদায়ী সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৮ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৯৯৬টি শেয়ার ৩৭৫ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
সিএসইতেও সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৩২ লাখ ২৮ হাজার ৬৪৭টি শেয়ার ১৮ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৩০০ টাকায় লেনদেন হয়েছে।
বিএটিবিসি: বিদায়ী সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বিএটিবিসি। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩০ লাখ ৫০ হাজার ৫৯৪টি শেয়ার ২০০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
সিএসইতেও সাপ্তাহিক লেনদেন তালিকার ৮ম স্থানে অবস্থান করছে বিএটিবিসি। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ১ লাখ ১৪ হাজার ৭৩৩টি শেয়ার ৯ কোটি ২৬ লাখ ১৩ হাজার ২০০ টাকায় লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা: বিদায়ী সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক লেনদেন তালিকার ৭ম স্থানে অবস্থান করছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৭৬ লাখ ৬৪ হাজার ৮৮৭টি শেয়ার ১৮৭ কোটি ৩২ লাখ ৬৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে সাপ্তাহিক লেনদেন তালিকার ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৪ লাখ ৬৭ হাজার ৩৩২টি শেয়ার ১১ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়েছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: বিদায়ী সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক লেনদেন তালিকার ১০ম স্থানে অবস্থান করছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির এক কোটি ৪০ হাজার ৭৮৫টি শেয়ার ১৬০ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
সিএসইতেও বিদায়ী সপ্তাহে লেনদেনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৯ লাখ ৫১ হাজার ৭৭৫টি শেয়ার ১৪ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়েছে।