নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের চমকে লেনদেনের শীর্ষ স্থান থেকে পিছু হটেছে বেক্সিমকো লিমিটেড। দীর্ঘদিন যাবত প্রায় একচ্ছত্রভাবে লেনদেনের শীর্ষ স্থানটি দখল করে রেখেছিলো বেক্সিমকো লিমিটেড। যদিও কালেভদ্রে এক-দুদিন অন্য কোম্পানি ঝাপটা দিয়ে বেক্সিমকো সরিয়ে দেয়। তেমনি আজও ঝাপটা দিয়ে শীর্ষ স্থান থেকে বেক্সিমকো সরিয়ে দিল ওরিয়ন ফার্মা। লেনদেনের বিশাল ব্যবধানে আজ ওরিয়ন ফার্মা হটিয়ে দিল বেক্সিমকো লিমিটেডকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ওরিয়ন ফার্মার মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯০ হাজার ১৯৯টি। এতে করে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৩ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকা। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিলো ৭০ টাকা ২০ পয়সায়। আজ তা ৫ টাকা ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭৫ টাকা ৪০ পয়সায়। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন হয়ে্ছে ২৩ লাখ ৯ হাজার ৫৫টি।
সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৮.৯৮ পয়েন্টে। ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড দিয়েছে।
সর্বশেষ তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। আগের বছর আয় ছিলো ২ টাকা ৭৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭০ টাকা ৭৯ পয়সায়।
অন্যদিকে, ওরিয়নের দাপটে পিছিয়ে পড়া বেক্সিমকোর আজ মোট শেয়ার লেনদেন হয়েছে ৭২ লাখ ৬২ হাজার ৭০৫টি। যার বাজার মূল্য ৯৮ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিলো ১৩৬ টাকা ৮০ পয়সায়। আজ ২ টাকা ২০ পয়সা বা ১.৬১ শতাংশ কমে অবস্থান করছে ১৩৪ টাকা ৬০ পয়সায়।
সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৩.৪৮ পয়েন্টে। ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড দিয়েছে।
সর্বশেষ তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। আগের বছর আয় ছিলো ৬৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ৬৬ পয়সায়।