নিজস্ব প্রতিবেদক : বর্তমানে বাজারে চলছে কারসাজিচক্রের দৌড়াত্ম্য। যে কারণে প্রতিদিনই দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর দর বাড়ছে অস্বাভাবিক হারে। পক্ষান্তরে দর কমেছে ভালো মৌলভিত্তি ও বৃহৎ মূলধনী কোম্পানিগুলোর। যে কারণে প্রতিদিনই দর বৃদ্ধির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভালো কোম্পানিগুলো। যার ব্যতিক্রম আজও হয়নি। আজও ডিএসইতে সর্বোচ্চ দর বাড়ার ক্ষেত্রে দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলো এগিয়ে রয়েছে। আজ ডিএসইতে ৫ শতাংশের বেশি দর বেড়েছে ১২ কোম্পানির। কোম্পানিগুলো হলো - সিএপিএম আবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, একটিভ ফাইন কেমিক্যালস, প্যাসিফিক ডেনিমস, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, কাট্টলী টেক্সটাইল, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল ফিড মিল, বীচ হ্যাচারী, শ্যামপুর সুগার মিলস এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে সিএপিএম আবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। গত মঙ্গলবার এ ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৮.৫০ টাকা। বুধবার প্রতিষ্ঠানটির ইউনিট সর্বশেষ লেনদেন হয়েছে ২০.৩০ টাকায়। অর্থাৎ প্রতিষ্ঠানটির ইউনিট দর ১.৮০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।