নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বলেছেন, দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসাবান্ধব সরকারের কারণে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে বড় বড় বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে সুইজারল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুইদিনের রোড শো অনুষ্ঠানের ২য় দিন সুইজারল্যান্ডের জেনেভায় তিনি এই আহবান জানান। বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদসহ অন্যান্যরা রো শোতে উপস্থিত ছিলেন।
সুইজারল্যান্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদেরকে বাংলাদেশে বিনিয়োগে আহবান জানাতে এসেছি। এক্ষেত্রে যেকোন সহযোগিতা করা হবে। এছাড়া কোন কিছু জানার থাকলে, তার জবাব দিতে প্রস্তুত আছি। সুইজারল্যান্ড বাংলাদেশের খুবই ভালো বন্ধু। যে বন্ধুত্ব দিনের পর দিনে বেড়ে যাচ্ছে।
বিএসইসির চেয়্যারম্যান বলেন, আমাদের কোন ঋণ বা সাহায্যের দরকার নেই। আমাদের দরকার আপনাদের (সুইজারল্যান্ড) প্রযুক্তি সাপোর্ট। আপনারা এ বিষয়ে বাংলাদেশে বিনিয়োগের এগিয়ে আসুন। বাংলাদেশ সবার কাছেই আকর্ষনীয়। দেশটি কৃষিপণ্য ও যোগ্য মানবসম্পদের জন্য বিখ্যাত। এছাড়াও দেশটি পাট, গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন রপ্তানির জন্য বিখ্যাত।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট আরিফ খান।