নিজস্ব প্রতিবেদক: টানা সাত কার্যদিবস যাবত পতনের মাতম চলছে দেশের শেয়ারবাজারে। এ সময়ে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। তবে চার ভাগের এক ভাগ দর কমে গেছে-এমন কোম্পানির সংখ্যা হয়তো হাতে গোনা। তারমধ্যে ফার্মা ও রসায়ন খাতের দুই কোম্পানি উল্লেখযোগ্য। কোম্পানি দুটির শেয়ারদর টানা সাত কার্যদিবস ধরে পতন হয়েছে। পতনের ধাক্বায় চার ভাগের এক ভাগ দর গায়েব হয়ে গেছে। কোম্পানি দুটি হলো-এডভেন্ট ফার্মা ও ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সাত কার্যদিবসের পতনের ছোবলে ইন্দো-বাংলা ফার্মার শেয়ারদর কমেছে ২৬ শতাংশের বেশি। আর এডভেন্ট ফার্মার শেয়ারদর কমেছে ২৪ শতাংশের বেশি।
ইন্দো-বাংলা ফার্মার শেয়ারদর কমেছে কোম্পানিটির ৪ কোটি ৭৮ লাখ শেয়ার লক ফ্রির খবরে। তবে এডভেন্ট ফার্মার শেয়ারদর কমার পেছনে কোন কারণ পাওয়া যায়নি।
কোম্পানি দুটি ফার্মা ও রসায়ন খাতের তুলনামুলকভাবে কম পিইর শেয়ার। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি ইন্দো-বাংলা ফার্মার পিই রেশিও ২০.০৩ এবং এডভেন্ট ফার্মার পিই রেশিও ২১.১৮।
সর্বশেষ ২০২০ অর্থবছরের জন্য এডভেন্ট ফার্মা বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। আর ইন্দো-বাংলা ফার্মা সাড়ে ৪ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) এডভেন্ট ফার্মার শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২ পয়সা। আর ইন্দো-বাংলা ফার্মার শেয়ার প্রতি আয় হয়েছে ৭৯ পয়সা। আগের বছর কোম্পানি দুটির শেয়ার প্রতি আয় ছিল যথাক্রমে ১ টাকা ২৭ পয়সা ও ১ টাকা ২৪ পয়সা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১২ অক্টোবর ইন্দো-বাংলা ফার্মার শেয়ারদর ছিল ২৬ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর নেমেছে ২১ টাকা ১০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দর কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ২৬.০৫ শতাংশ।
অন্যদিকে, গত ১২ অক্টোবর এডভেন্ট ফার্মার শেয়ারদর ছিল ৩৫ টাকা ৮০ পয়সা। ওইদিন কোম্পানিটির শেয়ারদর ৩৮ টাকায় উঠেছিল। সর্বশেষ গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর নেমেছে ২৮ টাকা ৮০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দর কমেছে ৭ টাকা বা ২৪ শতাংশের বেশি।