নিজস্ব প্রতিবেদক : বিমানের বিজনেস ক্লাসের পুরো একটি কেবিন ভাড়া করা হয়েছে শুধু মাত্র পোষা কুকুরের জন্য।
অস্ট্রেলিয়ান এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়ে বিমানের সবাইকে লাগিয়ে দিয়েছেন।
বিমান ভ্রমণে পোষা কুকুরকে আরাম-আয়েসের ব্যবস্থা করে দেওয়াই ছিল কুকুরটির মালিকের প্রধান লক্ষ্য। তবে এই সুবাধে তিনি প্রচার-প্রচারণাও কম পাননি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চেন্নাই থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের বিজনেস ক্লাসের একটি কেবিন ভাড়া করেন এক ব্যক্তি। দুই ঘণ্টার ঐ ফ্লাইটের খরচ পড়বে ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ টাকার সমান)৷
জানা যায়, এয়ার ইন্ডিয়ার ১২ আসন বিশিষ্ট জে-ক্লাস কেবিনটি ভাড়া করা হয় পোষা কুকুরটির জন্য। এর আগেও এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে কুকুরটি বার কয়েক ভ্রমণ করেছে।
তবে সম্ভবত এই প্রথম বিজনেস ক্লাসের পুরো কেবিন কোনো পোষা প্রাণীর জন্য ভাড়া করা হয়েছে। ভারতে একমাত্র এয়ার ইন্ডিয়াতেই প্যাসেঞ্জার কেবিনে পোষা প্রাণীদের বহনের অনুমতি দেওয়া হয়।
একটা ফ্লাইটে সর্বোচ্চ দুইটা পোষা প্রাণী বহনের অনুমতি দেওয়া হয়। পোষা প্রাণীদের বিমানের সর্বশেষ সারিতে বসানো হয়।চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ রুটে দুই হাজার পোষা প্রাণী বহন করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।