নিজস্ব প্রতিবেদক: তুরস্কের এক আইসক্রিম বিক্রেতা নেচে গেয়ে আইসক্রিম বিক্রি করেন।
তুরস্কের ওই আইসক্রিম বিক্রেতা ক্রেতাদের নাচতে ‘বাধ্য করে’ রীতিমতো তারকা বনে গেছেন ‘সিলগিন ডন্ডুরমাজে’ বা 'খ্যাপাটে আইসক্রিমওয়ালা' নামের দোকানটির মালিক।
এবার বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে সদ্য শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার নেচে গেয়ে আইসক্রিম বিক্রি ভাইরাল হয়েছে।
তবে সিলগিন ডন্ডুরমাজে নয়, বাণিজ্য মেলায় আইসক্রিম ক্রেতাদের সাথে তুর্কি সেই গানের সাথে কোমর দুলাচ্ছেন ডেলিভারি কর্মীরা। সরেজমিনে দেখা যায়, বিক্রয়কর্মীদের সঙ্গে ক্রেতারাও গানের তালে নেচে নেচে আইসক্রিম কিনছেন। কেউ আবার দাঁড়িয়ে আইসক্রিম বেচাকেনার ভিডিও করছেন। যা মেলার ওই অংশে বাড়তি মাত্রা যোগ করছে।
এক দর্শনার্থী বলেন, 'মিউজিকটা দারুণ। মিউজিকের তালে তালে ড্যান্সটাও দারুণ হচ্ছে। আমার খুব ভালো লেগেছে।' এদিকে, আইসক্রিমের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 'এটা একটা নতুন ট্রেন্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই চলছে। আমরা সময়ের সঙ্গে এই ট্রেন্ড ধরে রাখতে চাই।'