ঢাকা, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২, ৩ ভাদ্র ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৩৩০ কোটি টাকা আত্মসাৎ মুনাফা তুলেছে তিন খাতের বিনিয়োগকারীরা ডলার নিয়ে কারসাজি: এবার শেয়ারবাজারের ৫ ব্যাংকের এমডিকে শোকজ চার কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফায় লিবরা ইনফিউশনের বিরুদ্ধে মিথ্য তথ্য প্রদানের অভিযোগ সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি কক্সবাজার বিমানবন্দরে তেল সরবরাহ করবে পদ্মা অয়েল খেলাপি ঋণ বৃদ্ধির শীর্ষে শেয়ারবাজারের ১৩ ব্যাংক
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অন্যান্য
Print

‘সিরিয়াল কিলার’ হলেন বাউল ও মডেল

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির। তার আসল নাম হেলাল হোসেন (৪৫)। বাড়ি বগুড়ায়। পলাতক থেকে তিনি বাউল গান ও গানের মডেলিং করতেন।

র‌্যাব বলছে, তিনি একজন সিরিয়াল কিলার। একাধিক হত্যা মামলার আসামি। পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে তিনি বড় চুল ও দাঁড়ি রাখেন।

বুধবার (১২ জানুয়ারি) রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে র‌্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

হেলাল হোসেনের যত অপরাধ
২০০১ সালে বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহমুদুল হাসান বিদ্যুৎকে পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে নিহতের পরিবারের একজন সদস্য বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। ২০০৬ সালে রবিউল নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সেই মামলায়ও হেলাল চার্জশিটভুক্ত আসামি।

এ ছাড়া ১৯৯৭ সালে বগুড়ার বিষ্ণু হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি তিনি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এ ছাড়া ২০১০ সালে বগুড়া সদর থানায় একটি চুরির মামলায় ২০১৫ সালে গ্রেফতার হন হেলাল ওরফে বাউল হেলাল। তাছাড়া নারী নির্যাতন আইনেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিজ এলাকায় ‘দুর্ধর্ষ হেলাল’, ‘খুনি হেলাল’ নামে পরিচিতি পান তিনি।

যেভাবে বাউল মডেল হয়ে ওঠেন হেলাল হোসেন

২০১০ সালে চুরির মামলায় গ্রেফতার হন তিনি। এরপর ২০১৫ সালে জামিন পান। ওইদিনই বিদ্যুৎ হত্যা মামলার রায় হয়। রায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। আদালতে হাজির না হয়ে তিনি সুকৌশলে এলাকা ছাড়েন। এরপর শুরু হেলালের ফেরারি জীবন।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছেন, প্রথমে তিনি বগুড়া থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। পরে কমলাপুর থেকে ট্রেনে চট্টগ্রাম যান। সেখানে আমানত শাহের মাজারে ছদ্মবেশ ধারণ করে বেশ কিছুদিন অবস্থান করেন। পরে ট্রেনে সিলেটের হজরত শাহজালাল মাজারে চলে যান। সেখানে ছদ্মবেশ ধারণ করে আরও কিছুদিন অবস্থান করেন। এভাবে তিনি বিভিন্ন রেলস্টেশন ও মাজারে ছদ্মবেশে অবস্থান করেন।

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে গিয়ে নাম-ঠিকানা ও পরিচয় গোপন করেন হেলাল। নিজেকে সেলিম ফকির নামে পরিচয় দেন। সেখান থেকে তিনি সেলিম ফকির নামে পরিচিত হয়ে ওঠেন। ২০১৭ সালের দিকে হেলাল নারায়ণগঞ্জ রেলস্টেশনে কিশোর পলাশ ওরফে গামছা পলাশের একটি গানের শুটিং চলাকালে রেললাইনের পাশে বাউল গান গাচ্ছিলেন। তখন এক ব্যক্তি তাকে গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। এরপর বহুল জনপ্রিয় ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানে মডেলিং হন হেলাল হোসেন ওরফে সেলিম ফকির।

যাবজ্জীবন দণ্ডের পর পলাতক হেলাল প্রায় সাত বছর ফেরারি জীবনযাপন করেছেন। সর্বশেষ চার বছর তিনি কাটিয়ছেন কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে। সেখানে স্টেশনের পাশেই এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। স্টেশনে বাউল গান শুনিয়ে মানুষের কাছ থেকে পাওয়া অর্থেই চলতো তার সংসার।

বাউলের বেশ ধারণের পর ‘সেলিম ফকির’ নামে পরিচিত হয়ে ওঠেন তিনি। পথে পথে ঘোরার পর থিতু হন রেলওয়ে স্টেশনে। গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন হেলাল ওরফে সেলিম ফকির। গানের গলা ভালো হওয়ায় নজরে পড়েন এক ইউটিউবারের। তার হাত ধরেই শুরু করেন বাউল গানের মডেলিং।

অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন হেলাল হোসেন। একসময় মুদিখানার দোকান চালাতেন তিনি। পরে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। গ্রেফতার এড়াতে ছদ্মবেশে বিভিন্ন মাজার ও রেলওয়ে স্টেশনে থাকা শুরু করেন। কেউ যাতে তার চেহারা চিনতে না পারেন, সেজন্য লম্বা দাঁড়ি ও চুল রাখেন। একটি বাউল গানের শুটিংয়ের সময় তাকে মডেল হিসেবে অভিনয় করানো হয়।

মডেলিংয়েই কপাল পুড়ে হেলাল হোসেনের

সংবাদ সম্মেলনে জানানো হয়, হেলালের কপাল পুড়ে ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানে বাউল মডেল হিসেবে অভিনয়ের পর। প্রায় ৫ বছর আগে মডেলিং করা তার এই গানটি বছরখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার গান সম্প্রতি ভাইরাল হওয়াই কাল হয় হেলালের। পরিচিতজনরা তাকে চিনে ফেলেন। তার পরিচয় নিশ্চিত হন স্থানীয়রা। এরপর হেলালের বেশভূষা বদলের তথ্য-প্রমাণসহ অভিযোগ করেন র‍্যাবে।

স্থানীয়দের তথ্য ধরে ৬ মাস চেষ্টার পর র‍্যাবের গোয়েন্দারা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেলাল হোসেন ওরফে খুনি হেলাল ওরফে সেলিম ফকিরকে গ্রেফতার করে র‍্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, ৬ মাস আগে এক ব্যক্তি ইউটিউবে প্রচারিত একটি গানের বাউল মডেল সম্পর্কে র‍্যাবের কাছে তথ্য দেন। তখন জানানো হয়, এই বাউল মডেল সম্ভবত বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি। অভিযোগ পেয়ে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয় র‍্যাব।

হেলাল হোসেনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার সাজাও দিয়েছেন আদালত। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি ফৌজদারি অপরাধের মামলা আছে।

শেয়ারনিউজ, ১৩ জানুয়ারি ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

তিন প্রেমিক ১৮ ছুরিকাঘাতে হত্যা করে ইভাকে

‘সারা শহর জানবে কত নিকৃষ্ট প্রতারক তুমি, ইতি তোমার জেনি’

প্রেমের টানে দিনাজপুর অস্ট্রিয়ান প্রকৌশলী, ধুমধাম করে বিয়ে

মুরগির এক ডিমের দাম ৫৮ হাজার টাকা!

৭০ বছর বয়সে মা হয়ে তাক লাগালেন চন্দ্রাবতী

তিমির পেট থেকে জীবিত বেঁচে ফিরলেন দুই বন্ধু

এবার বিবাহিতরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্সে

শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও শালীন পোশাক পরার নির্দেশনা

ফেসবুক লাইভে বন্ধ হচ্ছে পণ্য বিক্রি

গণধর্ষণের ভিডিও পাঠাল নির্যাতিতার শ্বশুরবাড়ি

মায়ের জন্য পাত্র খুঁজছেন সন্তান, ইসলাম কী বলে?

অশ্লীল ছবি ধারণ করে দৈহিক সম্পর্কে বাধ্য করতেন ব্যাংক কর্মকর্তা

অন্যান্য - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • বড় জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
  • ছয় নায়িকা ভাইরাল হতে গিয়ে সর্বস্ব দেখিয়ে ফেললেন!
  • তিন প্রেমিক ১৮ ছুরিকাঘাতে হত্যা করে ইভাকে
  • প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৩৩০ কোটি টাকা আত্মসাৎ
  • মুনাফা তুলেছে তিন খাতের বিনিয়োগকারীরা
  • মিরপুর স্টেডিয়ামে সাকিবকে নিয়ে যা বললেন পাপন
  • এবার ডলার কারকারিদের মাথায় হাত
  • ডলার নিয়ে কারসাজি: এবার শেয়ারবাজারের ৫ ব্যাংকের এমডিকে শোকজ
  • চার কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফায়
  • ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজের উন্নতি
  • লিবরা ইনফিউশনের বিরুদ্ধে মিথ্য তথ্য প্রদানের অভিযোগ
  • মানি চেঞ্জারদের জন্যও ডলার বেচা-কেনায় সীমা নির্ধারণ
  • ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের নাম পরিবর্তন
  • হুন্ডির অভিযোগে ৩০০ বিকাশ এজেন্টের লাইন বিচ্ছিন্ন
  • থাইল্যান্ডে সিরিজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
  • শেয়ারবাজার
  • প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৩৩০ কোটি টাকা আত্মসাৎ
  • মুনাফা তুলেছে তিন খাতের বিনিয়োগকারীরা
  • ডলার নিয়ে কারসাজি: এবার শেয়ারবাজারের ৫ ব্যাংকের এমডিকে শোকজ
  • চার কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফায়
  • লিবরা ইনফিউশনের বিরুদ্ধে মিথ্য তথ্য প্রদানের অভিযোগ
  • সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
  • সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
  • সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
  • ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের নাম পরিবর্তন
  • কক্সবাজার বিমানবন্দরে তেল সরবরাহ করবে পদ্মা অয়েল
  • খেলাপি ঋণ বৃদ্ধির শীর্ষে শেয়ারবাজারের ১৩ ব্যাংক
  • মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি
  • আট বছরে পোশাক রফতানির পরিকল্পনা একশ’ বিলিয়ন ডলার
  • সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি
  • সূচক উত্থানে স‌র্বোচ্চ অবদান ছয় কোম্পা‌নির
  • ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন
  • সক্রিয় হচ্ছে শেয়ারবাজারের নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা
  • বুধবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • বুধবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • সরকার বাজেট অনুযায়ী যতটা সম্ভব সহায়তা করে: বিএসইসি চেয়ারম্যান
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution