নিজস্ব প্রতিবেদক: দেড় বছর একসঙ্গে ডেটিং করার পর অবশেষে বাগদানের কাজটা সেরেই ফেললেন মেগান ফক্স ও মেশিন গান কেলি।
গতকাল বুধবার (১২ জানুয়ারি) ইস্টাগ্রামে নিজেদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে এ খবর জানিয়েছেন মেগান নিজেই।
গত ১১ জানুয়ারি বাগদান সম্পন্ন হয়েছে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের আরও এক চমক দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রপোজের দিনকে স্মরণীয় করে রাখতে একে অপরের রক্ত পান করেছেন তারা!
মেগানের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চিরাচরিত রোমান কায়দায় হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে প্রস্তাব দিচ্ছেন 'এমজিকে' বলে পরিচিত আমেরিকান র্যাপার কেলি; এদিকে বিস্ময় ও আনন্দের আতিশয্যে দুই হাত দিয়ে মুখ ঢেকে রয়েছেন উল্লাসিত মেগান! শুধু তাই নয়, এক পর্যায়ে আবেগী হয়ে প্রেমিকের সামনে নিজেও হাঁটু গেড়ে বসে পড়েন মেগান। তখনই মেগানের হাতে বাগদানের আংটি পরিয়ে দেন কেলি এবং দুজন দুজনকে চুমু খান।
ভক্তদের জন্য নিজের বাগদানের আংটির ছবি শেয়ার করেছেন মেগান। নিজেদের জন্মতারিখের সাথে মিল রেখে হীরা-পান্নাখচিত আংটি বেছে নিয়েছেন তারা।