নিজস্ব প্রতিবেদক : করোনভাইরাস কেবল শ্বাসযন্ত্রের জন্য নয়, শরীরের অন্যান্য অংশেরও মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এমন দাবি করে আসছেন। এবার সেই তালিকায় যুক্ত হল পুরুষের যৌনাঙ্গও।
মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত এক যুবকের পুরুষাঙ্গের দৈর্ঘ্য কমেছে। তা শুনে চড়কগাছ সেই গবেষকদের!
ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের খবরে বলা হয়, ৩০ বছর বয়সী এক মার্কিন নাগরিক দীর্ঘদিন ধরে করোনায় ভুগছিলেন। শেষ পর্যন্ত কোভিড জিতেছে এবং হাসপাতাল থেকে বাড়িতেও ফিরেছেন। কিন্তু বাড়ি ফিরে বিপদে পড়েছেন তিনি অন্য কারণে।
তিনি হঠাৎ খেয়াল করলেন তার পুরুষাঙ্গ শিথিল হয়ে গেছে। বেশ কিছু দিন চিকিৎসার পর পুরুষাঙ্গ শিথিল হয়ে যাওয়ার সমস্যা কেটে গেলেও তার পুরুষাঙ্গের দৈর্ঘ্য প্রায় দেড় ইঞ্চি কমে গেছে।
ওই যুবক আরও দাবি করেন, চিকিৎসকরা বলেছেন পুরুষাঙ্গের রক্তসংবহনতন্ত্রের মারাত্মক ক্ষতির কারণে েই ঘটনা ঘটেছে। তার এই ক্ষতি স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সাম্প্রতিক এক গবেষণায় এই ঘটনার কারণ জানা গেছে। ৩ হাজার ৪০০ জনের উপর পরিচালিত সমীক্ষায় দেখা গেছে যে প্রায় ২০০ জন অংশগ্রহণকারীর কোভিড সংক্রামিত হওয়ার পরে পুরুষাঙ্গ শিথিল হওয়ার সমস্যা হয়েছে।
বিজ্ঞানীরা পুরুষদের স্বাস্থ্য সম্পর্কিত একটি শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্রে একই দাবি করেছেন। তারা বলেন, কোভিডের কারণে এন্ডোথেলিয়াল কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সে কারণেই লিঙ্গ শিথিল হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা যৌনজীবনের পাশাপাশি ভুক্তভোগীর মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
তবে, লিঙ্গ উত্থানও অস্বাভাবিক নয়। লিঙ্গ শুধুমাত্র শিথিল হয় না, লিঙ্গটিও অনিচ্ছাকৃতভাবে উত্থানও পায়। বিজ্ঞানের ভাষায় এই বৈশিষ্ট্যকে প্রিজম বলা হয়।