নিজস্ব প্রতিবেদক : তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানদের দুর্দশা আরও খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে। দেশে চলমান মানবিক ও অর্থনৈতিক সংকটও দিন দিন বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে লাখ লাখ আফগান "মৃত্যুর দ্বারপ্রান্তে"।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুতেরেস আফগানিস্তানের বর্তমান সংকটের অবসান ঘটাতে জাতিসংঘের ৫ বিলিয়ন মানবিক আবেদনে অবদান রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেছিলেন যে আফগানিস্তানকে সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক ধ্বংস থেকে বাঁচাতে, দেশটিকে তার বাজেয়াপ্ত সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং আফগান ব্যাংকিং ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে হবে।
আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন যে হিমায়িত তাপমাত্রা এবং হিমায়িত সম্পদ উভয়ই আফগানিস্তানের জনগণের জন্য মারাত্মক সমস্যা। এবং তাই শর্তাবলী যা মানুষকে জীবন বাঁচাতে এবং একটি ছিন্নভিন্ন অর্থনীতির জন্য প্রয়োজনীয় অর্থ ব্যবহার করতে বাধা দেয় এমন জরুরি পরিস্থিতিতে স্থগিত করা উচিত।
এভাবে কয়েক দশকের যুদ্ধে আফগানিস্তান অর্থনৈতিকভাবে বিধ্বস্ত। গত আগস্টে তালেবান কাবুলে ক্ষমতা দখলের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আফগানিস্তানের বর্তমান আর্থিক অবস্থার অর্থ হল এই শীতে লাখ লাখ মানুষ অনাহারে থাকবে।
20 বছর পর, তালেবানরা 15 আগস্ট আফগানিস্তান দখল করে। এরপর সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রথম মন্ত্রিসভা ঘোষণা করে তালেবান। সরকার গঠিত হলেও বিশ্বের কোনো দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে বিশ্বের অধিকাংশ দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা আফগানিস্তানে মানবিক সাহায্য ও আর্থিক সাহায্য পাঠানো বন্ধ করে দিয়েছে।
ফলে দেশে অর্থনৈতিক সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। উপরন্তু, তালেবান ক্ষমতায় আসার আগে থেকেই আফগানিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল। আর্থিক ও মানবিক সংকট আগস্ট মাস থেকে তীব্রতর হয়েছে।
জাতিসংঘ বলছে, বর্তমানে ৮৭ লাখ আফগান নাগরিক অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে। গুতেরেস বলেছেন যে সঙ্কটের শুরুতে আফগান অর্থনীতিতে তারল্য বৃদ্ধি গুরুত্বপূর্ণ ছিল এবং দারিদ্র্য, ক্ষুধা এবং অসহায়ত্বের সম্মুখীন লাখ লাখ আফগানদের সম্ভাব্য ধ্বংসযজ্ঞ এড়াতে পারত।
জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্যোগ ও সংকট এড়ানো। কারণ এখন লাখ লাখ আফগান মৃত্যুর দ্বারপ্রান্তে।
এর আগে, জাতিসংঘ নভেম্বরের শেষের দিকে বলেছিল যে আফগানিস্তানের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের পথে। সংস্থাটি মানবিক ও আর্থিক নিরাপত্তার স্বার্থে আফগান ব্যাংকগুলিকে রক্ষা করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।