ঢাকা, রবিবার, ১৪ আগস্ট ২০২২, ২৯ শ্রাবণ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
নাভানা ফার্মার আইপিও আবেদনের তারিখ নির্ধারণ পাঁচ বছর পর ফের উৎপাদনে সিঅ্যান্ডএ টেক্সটাইল এক সপ্তাহে বাজার মূলধন ১০ হাজার কোটি টাকা হাওয়া! ‘বি’ গ্রুপের পাঁচ কোম্পানির সর্বোচ্চ রিটার্ণ দর কমেছে ১০ বহুজাতিক কোম্পানির সপ্তাহজুড়ে সূচক টেনে উঠানোর সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি সপ্তাহজুড়ে সূচক পতনের সর্বোচ্চ দায় সাত কোম্পানির বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে বিশাল সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৩ কোম্পানির বড় লেনদেন বিপাকে পড়েছেন শীর্ষ ছয় কোম্পানির বিনিয়োগকারীরা
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » খেলাধুলা
Print

নাহিদার রেকর্ডে বাংলাদেশের বিশাল জয়

নিজস্ব প্রতিবেদক : কমনওয়েলথ গেমস মেয়েদের ক্রিকেট বাছাইয়ে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ৮০ রানে। এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়।

বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে ২০ ওভারে বাংলাদেশ তোলে ১২৫ রান। এই রান তাড়া করতে কেনিয়া অলআউট হয়েছে মাত্র ৪৫ রানে।

মেয়েদের টি-টোয়েন্টিতে এটি সপ্তম উইকেটের রেকর্ড। আগের রেকর্ড ছিল তাঞ্জানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদির।

২০১৯ সালে তারা উগান্ডার বিপক্ষে রুয়ান্ডায় সপ্তম জুটিতে তুলেছিলেন ৭২ রান। তবে ম্যাচের সেরা হয়েছেন নাহিদা। তিনি ১২ রানে শিকার করেছেন ৫ উইকেট।

মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং কীর্তি এটি। আগের সেরা ছিল ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পান্না ঘোষের ১৬ রানে ৫ উইকেট।

স্পিন বোলিংয়ে ৫ উইকেট বাংলাদেশের এটিই প্রথম। ২০১২ সালে শ্রীলংকার বিপক্ষে সালমা খাতুনের ৬ রানে ৪ উইকেট ছিল স্পিনে আগের সেরা।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা খুব খারাপ ছিল না। মুর্শিদা খাতুনের ব্যাটিংয়ে প্রথম ২ ওভারেই আসে ২৪ রান।

ওপেনার শামিমা সুলতানা তৃতীয় ওভারে আউট হন। আরেক প্রান্তে মুর্শিদা রান তুলতে থাকায় তবু ৫ ওভারে ৪০ রান চলে আসে। এরপরই কুইন্টর অ্যাবেল ও মার্সিলিন ওচিংয়ের বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা, অভিজ্ঞ রুমানা আহমেদ, ফারজানা হকরা স্রেফ উইকেটে আসা যাওয়া করেন। ৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

রেকর্ড গড়া বোলিং করে ম্যাচের সেরা নাহিদা আক্তার। সেই ধ্বংসস্তূপ থেকেই দারুণ লড়াইয়ে দলকে এগিয়ে নেন সালমা ও রিতু। একসময় দলের প্রধান ব্যাটার ছিলেন সালমা, ব্যাট করতেন টপ ও মিডল অর্ডারে। সময়ের পরিক্রমায় ব্যাটিং ধার হারিয়ে এখন তিনি ব্যাট করে লোয়ার-মিডল অর্ডারে।

আরেক প্রান্তে অলরাউন্ডার রিতু মনি খেলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা ইনিংস। ৬৬ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন।

বাংলাদেশের হয়ে সপ্তম উইকেটে আগের সর্বোচ্চ জুটি ছিল মাত্র ৩৮ রানের। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ফারজানা হক ও লতা মণ্ডল গড়েছিলেন ওই জুটি।

৩ চারে ৩২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন সালমা। ২০১৪ সালের মার্চের পর টি-টোয়েন্টিতে এটি তার সর্বোচ্চ ইনিংস। অবিশ্বাস্যভাবে ২০ ইনিংস পর তিনি ছুঁতে পারলেন দুই অঙ্ক।

বাংলাদেশের বোলিংয়ের সামনে এর পর দাঁড়াতে পারেনি কেনিয়া। নতুন বলে সালমা খাতুন উইকেট এনে দেন প্রথম ওভারে। দুই চার মেরে বিপজ্জনক হয়ে ওঠার ইঙ্গিত দেওয়া কুইন্টর অ্যাবেলকে বোল্ড করে দেন পেসার সুরাইয়া আজমিন।

মিডল অর্ডারে কিছুটা লড়াই করা শ্যারন জুমাকে (২০ বলে ২৪) থামান ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা সানজিদা আক্তার মেঘলা। আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

কেনিয়ার মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দেন অভিজ্ঞ নাহিদা। তার ৫ উইকেটে লাগেনি কোনো ফিল্ডারের সহায়তা। বোল্ড করেন তিনজনকে, একজন এলবিডব্লিউ, একটি নিজের বলেই ক্যাচ।

মাত্র ১২.৪ ওভারে শেষ হয় কেনিয়ার ইনিংস। ৫ দলের এই বাছাইপর্ব থেকে কেবল শীর্ষ দল যোগ্যতা অর্জন করবে মূল পর্বে খেলার। আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমস।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৫/৬ (শামিমা ৪, মুর্শিদা ২৬, নিগার ১, রুমানা ০, ফারজানা ৬, সোবহানা ২, সালমা ৩৩*, রিতু ৩৯*; অ্যাবেল ৪-০-১৪-৩, ওচিং ৪-০-২১-২, ইদাম্বো ৪-০-৩২-১)।

কেনিয়া: ১২.৪ ওভারে ৪৫ (জুমা ২৪, অ্যাবেল ৯; সালমা ৩-০-১৫-১, সুরাইয়া ২-০-৫-১, রুমানা ২-০-৮-১, নাহিদা ৩.৪-১-১২-৫, মেঘলা ২-০-৫-১)।

ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।

শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব

ইডেন গার্ডেনে কিংবদন্তি ক্রিকেট তারকাদের হাট

এশিয়া কাপে অধিনায়ক সাকিব

বেটউইনার না ছাড়লে সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেটের দরজা বন্ধ

দল থেকে বাদ পড়ছেন সাকিব!

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা

নগ্ন অবস্থায় বান্ধবীকে হোটেলের বাইরে ছুড়ে ফেলেছিলেন কিংবদন্তি ফুটবলার

সিঙ্গাপুরে সোহান, হতে পারে অস্ত্রোপচার

বিরল রেকর্ড গড়ে ওয়েস্ট উইন্ডিজকে হারাল ভারত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হারল টাইগাররা

তামিমের মতো একই ভুল করলেন মুশফিকও

বাইসাইকেল কিকে মেসির গোল, ভিডিও ভাইরাল

খেলাধুলা - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী
  • যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলা রাশিয়া
  • সকালে মা বলে ডাকে রাতে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয় মহেশ ভাট!
  • নাভানা ফার্মার আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
  • ‘সারা শহর জানবে কত নিকৃষ্ট প্রতারক তুমি, ইতি তোমার জেনি’
  • বিদ্যুৎ চুরি: তিন মিটারেই চলছে ১০ হাজার ঘরের বিদ্যুৎ (ভিডিও)
  • গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করছেন হিরো আলম, সাবেক স্ত্রীর অভিযোগ
  • আগামী ৫০ বছরে যে ২০ দেশে দ্রুত হ্রাস পাবে জনসংখ্যা
  • গাজীপুরে শিল্প-কারখানায় এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির তালিকা প্রকাশ
  • বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব
  • পাঁচ বছর পর ফের উৎপাদনে সিঅ্যান্ডএ টেক্সটাইল
  • এক সপ্তাহে বাজার মূলধন ১০ হাজার কোটি টাকা হাওয়া!
  • ‘বি’ গ্রুপের পাঁচ কোম্পানির সর্বোচ্চ রিটার্ণ
  • ট্রাম্পের রিসোর্ট থেকে ১১ সেট গোপন নথি জব্দ
  • প্রাণে বাঁচলেও চোখ হারাচ্ছেন সালমান রুশদী
  • শেয়ারবাজার
  • নাভানা ফার্মার আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
  • পাঁচ বছর পর ফের উৎপাদনে সিঅ্যান্ডএ টেক্সটাইল
  • এক সপ্তাহে বাজার মূলধন ১০ হাজার কোটি টাকা হাওয়া!
  • ‘বি’ গ্রুপের পাঁচ কোম্পানির সর্বোচ্চ রিটার্ণ
  • দর কমেছে ১০ বহুজাতিক কোম্পানির
  • সপ্তাহজুড়ে সূচক টেনে উঠানোর সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি
  • সপ্তাহজুড়ে সূচক পতনের সর্বোচ্চ দায় সাত কোম্পানির
  • বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে বিশাল
  • সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৩ কোম্পানির বড় লেনদেন
  • বিপাকে পড়েছেন শীর্ষ ছয় কোম্পানির বিনিয়োগকারীরা
  • শেয়ার কিনেছেন শীর্ষ চার কোম্পানির বিনিয়োগকারীরা
  • সাপ্তাহিক লেনদেনে নতুন পাঁচ মার্কেট মুভার
  • শীর্ষ ১০ কোম্পানির লেনদেন মোট লেনদেনের ২৯ শতাংশ
  • মুনাফা কমেছে বিমা খাতের ২০ কোম্পানির
  • এক নজরে তিন কোম্পানির ইপিএস
  • এক নজরে ১৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড
  • দর বৃদ্ধির জন্য সতর্কবার্তা পেল যে কোম্পানি
  • দুই শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর
  • সাপ্তাহিক রিটার্নে লোকসানে ১৫ খাতের বিনিয়োগকারীরা
  • সাপ্তাহিক রিটার্নে মুনাফায় চার খাতের বিনিয়োগকারীরা
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution