নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, পদত্যাগের বিষয়ে তিনি সরকারের সিদ্ধান্ত মেনে নেবেন।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় উপাচার্যের যদি কোনো দোষ থাকে তাহলে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে উপাচার্য।
উপাচার্য বলেন, শিক্ষক সমিতির নেতৃত্বে আমাদের শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা তাদের ফিরিয়ে দেয়। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা গালিগালাজ সহ্য করে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে তাতে আমি খুবই মর্মাহত।
এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আজ দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেন। এরপর তারা আমরণ অনশনের ঘোষণা দেয়।